For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতকালের চেয়ে দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৫৯৩

গতকালের চেয়ে দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৫৯৩

Google Oneindia Bengali News

৪৪ হাজার থেকে নেমে ৪১ হাজার। গতকালের চেয়ে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১,৬৪৯ জন। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা ৪০ হাজার থেকে নেমে ৩০ হাজারের ঘরে দাঁড়িয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। বেড়েছে দৈনিক করোনা মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৫৯৩ জন।

কমল দৈনিক সুস্থতা

কমল দৈনিক সুস্থতা

হঠাৎ করে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ এবং সুস্থতার সংখ্যা। গতকাল যেখানে প্রায় ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল করোনা সংক্রমণ। সংক্রমিত হয়েছিলেন ৪৪,২৩০ জন। সেই সংখ্যাটা অনেকটাই কমেছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্ত হয়েছেন ৪১,৬৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৬,১৩,৯৯৩ জন। সুস্থতার সংখ্যা হঠাৎ করে ৩০ হাজারের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,২৯১ জন। গতকাল সংখ্যাটা ছিল ৪২ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে। মারা গিেয়ছেন ৫৯৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪,২৩,৮১০ জন।

 উদ্বেগ বাড়াচ্ছে কেরল

উদ্বেগ বাড়াচ্ছে কেরল

করোনা সংক্রমণে রাশ টানতে ২ দিনের লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার। গত কয়েকদিন ধরেই কেরলে ফের বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণ। সেটা নাগালের বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেরলে পৌঁছেছে কেন্দ্রের বিশেষ দল। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ৬ সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছে। গতকাল থেকেই কর্নাটকেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেরল সংলগ্ন তিন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে কর্নাটকে। এই নিয়ে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বৈঠকও করেেছন তিনি। কেরল কর্নাটকের পাশাপাশি তামিলনাড়ুতেও সংক্রমণ বাড়তে শুরু করেছিল। তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সামান্যই বেড়েছে তামিলনাড়ুতে।

 পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ

পশ্চিমবঙ্গে শুক্রবার ৭১১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে ১০১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কলকাতায় ৭৪ জন। রাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৫,২৭,২৫০ জন। রাজ্যে মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৮,১২৮ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন। সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ। অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা।

 অসমে করোনা ভাইরাসের সংক্রমণ

অসমে করোনা ভাইরাসের সংক্রমণ

বাংলার প্রতিবেশি রাজ্য অসমে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭৯ জন। মারা গিয়েছেন ২০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা৫,৬৫,২০৯ জন। করোনা সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে বিশ্বনাথ, চিরাং, কামরূপ মেট্রোপলিটন, তিনসুকিয়াতে ৩ জন করে এবং বাকসা, ছাড়িদেও,ডিব্রুগড়, গোলাঘাট, ামরূপ এবং নওগাঁও জেলায় ১ জন করে মারা গিয়েছেন। ঝাড়খণ্ডে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৬ জন। ৩,৪৭,১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঝাড়খণ্ডে। তবে একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

English summary
Coronavirus infection latest news of India and west bengal on july 31st
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X