করোনার দৈনিক সংক্রমণে ফের বৃদ্ধি, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা, বেড়েছে সুস্থতার সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় ফের কমল করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ১২,৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩,৩২০ জন। তবে সামান্য হলে বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৩৭ জন। দেশে এখন মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৭৬,৪৯৮ জন। এখনও পর্যন্ত ২০,২৯,৪৮০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।


প্রজাতন্ত্র দিবসে কম পরীক্ষা হলেও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় উদ্বেগজনক সংক্রমণ রিপোর্ট। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক মৃত্যুও। ১৩৭ জন করোনা ভাইরাসে মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। যার জেরে গোটা দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৫৯,৩০৫ জন।
এদিকে গোটা দেশে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণের কর্মসূচি। এখন পর্যন্ত ২০,২৯,৪৮০ জনের টিকা করণ হয়েছে। দ্রুত লক্ষ্যমাত্রায় পৌঁছতে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে করোনা টিকা করণের অনিহা দেখা যাচ্ছে বলে অভিযোগ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই অনিহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। দ্রুত লক্ষ্যমাত্রায় পৌঁছতে তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের পর প্রবীণদের টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই তোরজোর শুরু হয়ে গিয়েছে। নাম সংগ্রহ শুরু করে দেওয়া হবে বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু করা হবে বলে জানানো হয়েছে। তবে কোভ্যাক্সিনের জন্য রোগীর সম্মতি পত্র আগে নিতে হবে।