For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের থেকে কিছু বেশি, কমল মৃত্যুর সংখ্যাও

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের থেকে কিছু বেশি, কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও

Google Oneindia Bengali News

দেশে করোনার দৈনিক সংক্রমণে পতন। আরও কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০,৮৪৮ জন। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১৩৫৮ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে। দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০০,২৮,৭০৯ জন।

কমছে সংক্রমণ

কমছে সংক্রমণ

দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। সেকেন্ড ওয়েভের ধাক্কা অনেকটাই কমে এসেছে। দেশে এখনমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০,২৮,৭০৯ জন। মোট সুস্থতার সংখ্যা ২,৮৯,৯৪,৮৫৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩,৯০,৬৬০ জন। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

 ভাবাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

ভাবাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

দেশে করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণ কমতে শুরু করলেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যেই তিন রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশে মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান। ২২ জন এখনও পর্যন্ত করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের শিকার হয়েছে। তারপরেইএই নিয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্র।

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট থেকেই থার্ড ওয়েভ

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট থেকেই থার্ড ওয়েভ

গবেষকরা আশঙ্কা করছেনএই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট থেকেই করোনার থার্ড ওয়েভ আসবে। কারণ এই ভ্যারিয়েন্ট অনেক বেশি পরিমানে সংক্রামক। এর আগে বিশ্বের ৮০টি দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এই নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছেন গবেষকরা। তার পরেই তিন রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে কন্টেইনমেন্ট জোন তৈরি করতে। পরীক্ষা বাড়াতে এবং জেলায় জেলায় টিকাকরণ শুরু করতে।

শিশুদের টিকা কবে

শিশুদের টিকা কবে

শিশুদের করোনা টিকা নিয়ে আশার কথা শুনিয়েছেন আইসিএমআর প্রধান। তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারত বায়োটেক ২ বছরের উর্ধ্বে শিশুদের জন্য করোনা টিকা নিয়ে আসবে। ইতিমধ্যেই দিল্লি এবং পাটনার এইমস হাসপাতালে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে।

English summary
Coronavirus update news in India on 23 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X