For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মে মাসে করোনা ঘিরে আরও আতঙ্ক বাড়ছে ভারতে! পরিসংখ্যান কী বলছে

মে মাস করোনা ঘিরে আর আতঙ্ক বাড়াচ্ছে ভারতে! পরিসংখ্যান কী বলছে

  • |
Google Oneindia Bengali News

এপ্রিল থেকে শুরু হয়েছে করোনায় ভারতের গ্রাফের উর্ধ্বগতি। ক্রমাগত মনে করা হচ্ছিল যে এবার হয়তো কমতির দিকে যেতে পারে আক্রান্ত ও মৃতের সংখ্য়া। তবে এপ্রিল যা দিয়েছে তার আরও কয়েকগুণ বেশি আতঙ্ক ভারতকে দিচ্ছে মে মাস।

 মে মাসে করোনার পরিসংখ্যান

মে মাসে করোনার পরিসংখ্যান

মে মাস ভারতে পরিসংখ্যান দেখাচ্ছে , কীভাবে ক্রমেই বেড়েছে করোনার জেরে মৃতের হার। ২মে ২৪ ঘণ্টায় ৭১ টি নতুন মৃত্যু, ৩ রা মে ৭৩টি মৃত্যু,৪ ঠা মে ৮৩ টি আর ৫ তারিখ সমস্ত রেকর্ড ছাপিয়ে একদিনে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে যে পরিসংখ্যান ভাবাও যায়নি!

ভারতে নামছে না গ্রাফ!

ভারতে নামছে না গ্রাফ!

মনে করা হচ্ছিল এপ্রিস মাসের শেষের দিক থেকে দেশে করোনার পরিস্থিতি একটু একটু করে ইতিবাচক দিকে যাবে। তবে তা যে হচ্ছে না, তা বলাই বাহুল্য। ভারতে করোনার কার্ভ 'ফ্ল্যাট ' হওয়ার দিকে যাচ্ছে না বলেই আশঙ্কা এইমস এর চিকিৎসক রণদীপ গুলেরিয়ার।

 করোনার বৃদ্ধি ঘিরে আশঙ্কা

করোনার বৃদ্ধি ঘিরে আশঙ্কা

করোনার আশঙ্কার জেরে দেশ ক্রমেই উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বেড়ে চলা করোনা আক্রমণের হার লকডাউনের শিথিল হওয়ার জেরে নয়, বলে মনে করা হচ্ছে। তবে এর নেপথ্যে কোন কারণ থাকতে পারে, তা নিয়ে চলছে খোঁজ। ২১ দিনের লকডাউন ১৯ দিনের লকডাউনের মাঝে মে মাসের প্রথম দিকে ই শুধু নতুন করে ১০ হাজার জন আক্রান্ত হয়েছেন। যা উদ্বেগে রাখছে ভারতকে।

English summary
Coronavirus update, May Brings Back Heat on Covid-19 , here are some statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X