For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে চতুর্থস্থানে উঠে এল ভারত! ইউকে-কে ছাপিয়ে করোনার প্রবল দংশনে ধরাশায়ী ১৩০ কোটির দেশ

  • |
Google Oneindia Bengali News

একদিনে ৯৯৯৬ আক্রান্ত নিয়ে ভারত ক্রমাগত এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে চিনের এক গবেষক দল জানিয়েছিল জুনের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা প্রতিদিনের হিসাবে ১৫ হাজারে গিয়ে দাঁড়াবে। এমন একটা সময়ে, করোনার দংশনে ভারত বিশ্বের নিরিখে চতুর্থস্থানে উঠে এলো।

ভারতের পরিস্থিতি

ভারতের পরিস্থিতি

২৯৮,২৮৩ জন আক্রান্ত নিয়ে ভারত এই মুহূর্তে প্রবল করোনা দংশনে বিদ্ধ। মৃতের সংখ্যা ৮,৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪৬,৯৭২ জন। আর এই পরিসংখ্যান নিয়েই ভারত চতুর্থ স্থানে। ভারতের আগে এই মুহূর্তে রয়েছে রাশিয়া। যেখানে আক্রান্তের সংখ্যা ৫০২, ৪৩৬ জন।

 ইউকে কে ছাপিয়ে গেল ভারত

ইউকে কে ছাপিয়ে গেল ভারত

ইউকেকে ছাপিয়ে গিয়ে ভারত আপাতত বিশ্বে করোনা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে চতুর্থ স্থানে উঠে এসেছে। ইউকের আক্রান্ত সংখ্যা ২৯১,৪০৯ জন। মৃতের সংখ্যা ৪১, ২৭৯ জন।

 আমেরিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ

আমেরিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ

আমেরিকায় ২,০৮৯, ৭০১ জন আক্রান্ত করোনায়। সেদেশে মৃত্যু হয়েছে ১১৬, ০৩৪ জনের। সুস্থ হয়েছেন, ৮১৬০৮৬ জন। নিঃসন্দেহে এমন পরিসংখ্যান নিয়ে রীতিমতো আতঙ্কে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বে করোনার সুস্থতার শতাংশ ৯০!

বিশ্বে করোনার সুস্থতার শতাংশ ৯০!

ভারতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও, বিশ্বের নিরিখে সুখবর রয়েছে। বিশ্বে করোনার জেরে যে কেসগুলি ফাইল বন্ধ হয়েছে তার সংখ্যা ৪, ২৬৫১৪২। সেখানে ৩৮৪১৩৩১ জন বা ৯০ শতাংশ মানুষ করোনা থেকে সুস্থ হতে শুরু করেছে। অন্যদিকে, ১০ শতাংশ মানুষ মৃতের হারের মধ্যে রয়েছেন।

সারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়েরসারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়ের

English summary
Coronavirus update, India surpasses UK to become fourth worst-hit country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X