For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যায় ভারত নতুন মাইলস্টোনে, উদ্বেগে রাখছে গোবলয়

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে ভারতে প্রবল হারে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার হিাব বলছে গোটা দেশে একদিনে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ১.৫ লাখ মানুষ। যে পরিসংখ্যান কোভিডের তালিকায় ফের একবার আমেরিকার পরই ভারতকে বসিয়েছে।

 উদ্বেগে রাখছে গোবলয়

উদ্বেগে রাখছে গোবলয়

প্রসঙ্গত, গোবলয় ঘিরে বারবার করোনা পরিস্থিতিতে উদ্বেগ চড়া হচ্ছে। ছত্তিশগড় বাদে , উত্তরপ্রদেশ ও বিহারে যেভাবে করোনা বাড়ছে , তাতে হিন্দি-ভাষী-ভূম নিয়ে রীতিমতো উদ্বেগ দেশে। এদিকে, মহারাষ্ট্র কার্যত লাগামহীনভাবে করোনায় সংক্রমণে জর্জরিত। করোনার জেরে আক্রান্ত গত শুক্রবারের তুলনায় কার্যত ৫ শতাংশ বেড়েছে গত ২৪ ঘণ্টায়। এদিকে, উত্তরপ্রদেশে একদিনে ১২ হাজার আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। ছত্তিশগড়ে ১৪,০৯৮ আক্রান্ত, বিহারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজারের উপর।

 মহারাষ্ট্র খানিকটা উদ্বেগ কমিয়েছে

মহারাষ্ট্র খানিকটা উদ্বেগ কমিয়েছে

দেশে ৫০ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা গত ১ সপ্তাহে বেড়েছে। সেপ্টেম্বর ১৭ তারিখে শেষবার ৯৮ হাজারের ঘরে ছিল দেশের করোনা আক্রান্তের সংখ্য। এদিকে, মহারাষ্ট্রে ১৮ মার্চের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ শতংশ থেকে ৯ এপ্রিল ৩৬.৪ শতাংশে নেমেছে। ফলে সেক্ষেত্রে করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে কিছুটা উদ্বেগ কমালেও ,সেরাজ্যে লকডাউন হবে কি না , তা নিয়ে রয়েছে প্রবল উদ্বেগ। যে বিষয়টি নিয়ে এদিন বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

বাড়ছে মৃতের সংখ্যা

বাড়ছে মৃতের সংখ্যা

এদিকে, করোনার জেরে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে দেশে। মৃতের সংখ্যা হু হু করে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৮৩৯ জনে। গত বছর অক্টোবর ১৬ তারিখে করোনার জেরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। করোনার দ্বিতীয় স্রোতে ভয়াবহভাবে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে বলে দেখা যাচ্ছে। তবে প্রথম স্রোতের থেকে দ্বিতীয় স্রোতে মৃতের সংখ্যা কমতি প্রথমের দিকে লক্ষ্য করা গিয়েছে। সেই জায়গা থেকে আজ থেকে গোটা দেশে ভ্যাকসিনেশন বাড়ানোর জন্য টিকা উৎসব শুরু হয়েছে।

 ভারত দ্বিতীয় স্থানে!

ভারত দ্বিতীয় স্থানে!

প্রসঙ্গত, ভারত এই মুহূর্তে দ্বিতীয়স্থানে রয়েছে করোনার দৈনিক আক্রান্তের জায়গায়। প্রতিদিন দেড়লাখ করোনা আক্রান্তের ঘটনার জেরে ভারত ওয়ার্ল্ডও মিটারে দৈনিক কোভডি গ্রাফে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের পরই।

English summary
Coronavirus update, India only 2nd country to top 1.5 lakh Covid-19 cases in a day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X