For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে ভারতে রাজস্বে বিপুল আর্থিক টান! ১০ লক্ষ কোটি টাকার হিসাব নিয়ে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

দিল্লি সরকার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সাহায্য এই মাসে না এলে তারা বেতন দিতে পারবেন না কর্মীদের। বহু কোটিটাকার আর্থিক বিপর্যয়ে রয়েছে রাজধানী। একই পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যগুলিতে। এদিকে, দেশের সার্বিক পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। আর তার খানিকটা ছবি পরিসংখ্যানে ধরা পড়েছে।

রাজস্বে বিপুল ঘাটতি!

রাজস্বে বিপুল ঘাটতি!

গোটা দেশে যেভাবে করোনা মহামারী রাক্ষুসে গ্রাস বসিয়েছে তাতে প্রবল ক্ষতি হতে চলেছে দেশের অর্থনীতিতে। ১০ লাখ কোটি টাকা রাজস্বে ঘাটতি হতে চলেছে দেশে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দেশে রাজস্বের ভাণ্ডারে এই পরিমাণ আর্থিক ক্ষতি দেখা যেতে পারে।

 মন্ত্রীর বার্তা

মন্ত্রীর বার্তা

বুধবার এই ১০ লক্ষ কোটি টাকার রাজস্বে ক্ষতি হতে চলেছে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মনে করা হচ্ছে এর জেরে আগামীর পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। বহু রাজ্যের পরিস্থিতিই খারাপ হতে চলেছে। এমনকি পরের মাস থেকে বেতন দিতে গিয়েও বহু রাজ্যসরকারই সমস্যায় পড়বে বলে আশঙ্কা।

 লকডাউন খোলা দরকার ছিল!

লকডাউন খোলা দরকার ছিল!

লকডাউন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি জানিয়েছেন, আর্থিক পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল । ফলে লকডাউন খোলা দরকার ছিল। ইতিমধ্যেই ভারতে ৯,৯৮৫ জন আক্রান্ত দেখা যাচ্ছে কেবলমাত্র শেষ ২৪ ঘণ্টায়। যার জেরে উদ্বেগ আরও বাড়তে শুরু করেছে।

 কতটা রাজস্বে ঘাটতি?

কতটা রাজস্বে ঘাটতি?

দেখা গিয়েছে, ভারতের মোট জিডিপির ৫ শতাংশ খুইয়েছে ভারত। ফলে ১০ লক্ষ কোটি টাকার যে ক্ষতি হয়েছে তা আপাতত মেটাতে লকজাউন খুলে দিয়ে আর্থিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে হবে।

বাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়েরবাংলাকে ভাঙার চেষ্টায় বিজেপি! অমিত শাহকে পাল্টা আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের

English summary
Coronavirus update,India May face 10 Lakh Crore Revenue due to Covid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X