বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, অপেক্ষাকৃত কম সুস্থতার সংখ্যা, করোনা ভ্যাকসিনের ফের ড্রাইরান শুরু
করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১৮,১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৪,১৩,৪১৭ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৪ জন। অপেক্ষাকৃত কমেছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২০,৫৩৯ জন।

ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দেড় কোটির দিকে এগোচ্ছে দ্রুত গতিতে। কমেছে করোনার দৈনিক সুস্থতার সংখ্যাও। দেশে এখন মোট করোনা মুক্ত ১,০০ ৩৭,৩৯৮ জন। সুস্থতার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেলেও দৈনিক সংক্রমণ বৃদ্ধি উদ্বেদ বাড়িয়েছে। দেশে এখন মোট সক্রিয় করোনা রোগী রয়েছে ২,২৫,৪৪৯ জন। এদিকে আজ থেকে ফের দেশে করোনা ভ্যাকসিনের ড্রাইরান শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে পৌঁছে গিয়েছে কোভিশিল্ডের প্রথম পর্যায়। অর্থাৎ রাজধানীতে এখন করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি তুঙ্গে।
করোনা ভ্যাকসিনের ড্রাইরান চলছে গোটা দেশে। করোনা ভ্যাকসিনের ড্রাইরান দেখতে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে যান েকন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় চলছে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি। ১৩ জানুয়ারিকে টার্গেট করেই এগোনো হচ্ছে। প্রথম পর্যায়ে দেশের স্বাস্থ্য কর্মীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবেন। প্রথম পর্যায়ে ৩০ কোটি ভারতীয়কে দেওয়া হবে ভ্যাকসিন। দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। তারমধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিন এবং দেশিয় প্রযুক্তিতে তৈরি করোনা কোভ্যাক্সিনও রয়েছে।