৩ জানুয়ারি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যায় আরও পতন! পরিসংখ্যান একনজরে
ভারতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যায় প্রবল পতন দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,১৭৭ জন। সুস্থ হয়েছেন ২০, ৯২৩ জন। এমনই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য়ে দেখা গিয়েছে, করোনার জেরে দেশে গত কয়েক মাসে সবচেয়ে কম এদিনের করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রান্ত মৃত্যুর সংখ্যাও গতকাল দেশে ২১৭ জন। পাশাপাশি, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০,৩২৩৯৬৫ জন। দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২৪৭,২২০ জন।মোট মৃতের সংখ্যা ১৪৯৪৩৫ জন।
করোনায় দেশে আক্রান্তের সংখ্যার নিরিখে শনিবারের পরিসংখ্য়ান বলেছ, শনিবার সকালে সারা দেশে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ১,০৩, ০৪, ০৭৫ -তে। মৃত্যু হয়েছে ২২৪ জনের। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৯, ২১৮ -তে। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৯, ০৬, ৩৮৭ জন। প্রসঙ্গত, যেখানে করোনার টিকা নিয়ে ছাড়পত্র ঘিরে আশার আলো দেখা যাচ্ছে, সেখানে এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তির বার্তা বয়ে আনছে।
