For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন রেকর্ড গড়ে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি মানুষ, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’, বলছে কেন্দ্র

দৈনিক সংক্রমণ বাড়লেও কেন্দ্র বলছে দেশের করোনা পরিস্থিতি 'নিয়ন্ত্রণেই' রয়েছে

  • |
Google Oneindia Bengali News

কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নতুন সংক্রমণে। গত ২৪ ঘণ্টাতেও ৩২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে গোটা দেশে। যা এখনও পর্যন্ত নতুন রেকর্ড। পাশাপাশি গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ পৌঁছেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০৬ জন। করোনা সংক্রমণের জেরে এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৫। এদিকে আগামী ১২ সপ্তাহ করোনা টেস্ট আরও বাড়ানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এখন থেকে প্রতিদিন প্রায় ১০ লক্ষ করোনা টেস্ট করা হবে বলে জানা যাচ্ছে।

নতুন রেকর্ড গড়ে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি মানুষ, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’, বলছে কেন্দ্র

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে করোনা প্রাদুর্ভাব সংক্রান্ত এই সর্বশেষ পরিসংখ্যান জানা যাচ্ছে। যদিও এই সঙ্কট-কালীন অবস্থা ও সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেও কেন্দ্রের গলায় খানিক যেন উদাসীনতার সুর। স্বাস্থ্য মন্ত্রকের কথায় দেশে করোনা সংক্রমণ এখনও যথেষ্ট 'নিয়ন্ত্রণের’ মধ্যে রয়েছে, চাইলেই এটাকে 'সামলানো’ যায়। এদিকে সংক্রমণের নিরিখে শুরু থেকে দেশের বাকী সমস্ত রাজ্যকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে মহারাষ্ট্র।

সেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১০ হাজার ৯২৮ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও পর্যন্ত ১ লক্ষ ৫১ হাজার ৮২০ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসের হানায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৬৭ জন। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩। যদিও মারা গেছেন অনেক বেশি মানুষ। এখনও পর্যন্ত রাজধানীতে মোট মৃতের সংখ্যা ৩৪৮৭।

করোনা প্রকোপে স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোন কমল কলকাতায়!করোনা প্রকোপে স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোন কমল কলকাতায়!

English summary
more than 32000 people are infected in a single day but still the centre says the situation is under control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X