For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন! লকডাউনে বড়সড় বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন! লকডাউনে বড়সড় বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

Google Oneindia Bengali News

অতিমারী করোনায় ত্রাহি-ত্রাহি রব। গোটা বিশ্বের সঙ্গে গোটা দেশে ক্রমেই করোনার দাপট জমাট বাঁধছে। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, তা নিয়ে রয়েছে আশঙ্কা, উদ্বেগ, কৌতূহল। এর থেকে মুক্তির পথ আপাতত সোশ্যাল ডিসটেন্সিং, আর যার কোনও তোয়াক্কাই যে ভারতের মানুষ করছেন না , তার প্রমাণ মিলল এদিনের মদোরে দোকান খোলার ঘটনায়। এদিকে, দেশে লকডাউনের মধ্যেও করোনার পরিসংখ্যান কেমন, তা দেখে নেওয়া যাক।

 গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৭৪ জন সুস্থ হয়েছেন দেশে। দেশে মোট করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১১৭০৬ জন। এদিন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে লব আগরওয়াল একথা জানিয়েছেন।

 সবচেয়ে বেশি সুস্থতা আজই!

সবচেয়ে বেশি সুস্থতা আজই!

এর আগে দেশ দেখেছে করোনার জেরে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। আর আজ দেখল দেশে সবচেয়ে বেশি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সংখ্যক মৃত করোনার জেরে ছিল একদিনে ৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৭৪ জন। যা সুস্থতার সংখ্যায় রেকর্ড।

 ভারতে করোনা পরিসংখ্যান

ভারতে করোনা পরিসংখ্যান

এদিন ভারতের করোনা আক্রমণের সংখ্যা ৪২,৫৩৩ জন ছুঁল। এর জেরে ভারতে করোনার আক্রমণের পরিসংখ্যান আরও একধাপ বাড়ল। এদিকে, দেশে সুস্থতার সংখ্যা ২৭.৫২ শতাংশ। যা নিঃসন্দেহে বড় ঘটনা।

আশার বার্তা

আশার বার্তা

কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে, দেশের ৬১০ টি ঘটনা ১১২ টি জেলায় ঘটেছে,যেখানে করোনা আক্রমণের সংখ্যা অনেক কম। এই এলাকাগুলিতে সারাদেশের ২ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে। ৬ টি এঅমন জেলা রয়েছে, যা এপ্রিল মাসের ২১ তারিখের পর প্রথ করোনা আক্রমণের কথা জানাল। তবে সোশ্যাল ডিসটেন্সিং ছাড়া যে কোনও গতি নেই এই মারণ রোগ ঠেকাতে, তা আজ ফের একবার বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

English summary
Coronavirus update in India, In the last 24 hours, 1074 people have been cured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X