For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনায় কম সুস্থতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত! বাংলার পরিস্থিতি কোনদিকে

ভারতে করোনায় কম সুস্থতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত! বাংলার পরিস্থিতি কোনদিকে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে জেরবার ভারত। একদিকে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা অন্যদিকে, বাড়ছে মৃতের সংখ্যা। আর এর মাঝে পড়ে কিছুতেই সুস্থতার শতাংশকে বাড়িয়ে নিতে পারছে না ১৩০ কোটির দেশ। করোনা ঘিরে আগামী দিনে ভারতের সামনে কোন কোন চ্যালেঞ্জ আসতে চলেছে দেখে নেওয়া যাক।

 ১৫ দিনের হিসাব কী বলছে?

১৫ দিনের হিসাব কী বলছে?

গত ১৫ দিনে দেশে ৬৩ শতাংশ করোনার ঘটনা ঘটেছে। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। কিছুতেই যখন এই শতাংশকে নামিয়ে আনা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে দেশে মোট ২৮ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। ফলে একডা বড় অংশের মানুষ, হয় আক্রান্ত, নয় নতুন কর আক্রান্ত হচ্ছে নয়তো বা মৃত।

 সুস্থতার শতাংশকে চেপে দিচ্ছে কোন পরিসংখ্যান!

সুস্থতার শতাংশকে চেপে দিচ্ছে কোন পরিসংখ্যান!

ভারতে সুস্থতার সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যার থেকে। শতাংশের বিচারও একই কথা বলছে। কিন্তু সুস্থতা প্রতিদিনের হিসাবে ৩০ শতাংশ হলেও, তা প্রতিদিন নতুন করে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যার প্রভাবে কমে যাচ্ছে। ফলে নতুন আক্রান্তের আনুপাতিক চাপে কমছে সুস্থতার পরিসংখ্যান।

 বাংলার হাল কেমন?

বাংলার হাল কেমন?

বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। নয়া পরংস্যান বলছে করোনার জেরে বাংলায় ১০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা । তবে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত বাংলায় ৪ জন।

 বাংলার সুস্থতার পরিস্থিতি কেমন?

বাংলার সুস্থতার পরিস্থিতি কেমন?

আনুপাতিক হিসাব ও পরিসংখ্যান বলছে বাংলায় করোনায় সুস্থতার হাল অত্যন্ত কম। পাঞ্জাব পশ্চিমবঙ্গে পাল্লা দিয়ে কমছে করোনার জেরে সুস্থতার পরিসংখ্যান। গত ১৫ দিন ধরে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার সংখ্যা অমেক কম।

 সবচেয়ে বেশি সুস্থতা কোন রাজ্যে?

সবচেয়ে বেশি সুস্থতা কোন রাজ্যে?

ভরতে করোনা থেকে সবচেয়ে বেশি সংখ্যক সুস্থতা তেলাঙ্গানা থেকে দেখা যাচ্ছে। সেরাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা সেমন কমেছে , তেমনই নতুন করে সুস্থতার সংখ্যা বেড়েছে।

English summary
Coronavirus update, how India faces challenge of slow recovery and new cases,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X