For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনার জেরে ৫ লাখ আক্রান্ত বড়েছে ৮ দিনে! পরিসংখ্যান আর কী বলছে

ভারতে করোনার জেরে ৫ লাখ আক্রান্ত বড়েছে ৮ দিনে! পরিসংখ্যান আর কী বলছে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে ভারতে মাক্র ৮ দিনে হুহু করে ৮ লাখ আক্রান্ত বেড়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে। ক্রমেই যেভাবে ভারতে করোনার প্রবল দংশন দেখা দিচ্ছে , তাতে রীতিমতো অসহায় বোধ করছেন দেশবাসী। এমন অবস্থায় সমীক্ষা কী বলছে দেকে নেওয়া যাক।

 মাইলস্টোন ও করোনা

মাইলস্টোন ও করোনা

দেখা গিয়েছে, যদি ১৮ মে থেকে ধরা যায়, তাহলে ১৮ মে ১ লাখ আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ভারত। এরপর ২৬ জুন ২ লাখ, ১৬ জুলাই ১০ লাখ, ২৮ জুলাই ১৫ লাখ, ৬ অগাস্ট ২০ লাখ, ১৪ অগাস্ট ২৫ লাখ, ২২অগাস্ট ৩০ লাখ পার করেছে দেশ। যে পরিসংখ্যানের মধ্যে দেখা যাচ্ছে, ভারতে করোনার সংক্রমণ কেবলমাত্র ১ থেকে ৫ লাখ হতেই সবচেয়ে বেশি সময় লাগিয়েছে।

 সক্রিয় আক্রান্ত কমছে

সক্রিয় আক্রান্ত কমছে

দেখা গিয়েছে, দেশে সক্রিয় আক্রান্তের হার কমছে। কারণ সুস্থতার সংখ্যা কমছে। দেশের নতুন আক্রান্তের সংখ্যার সঙ্গে সুস্থার হার সমানুপাতিকের দিকে এগোতেই এই পরিসংখ্যান সামনে আসছে।

 পজিটিভি রেট ও পরিসংখ্যান

পজিটিভি রেট ও পরিসংখ্যান

ভারতে এই প্রথম করোনা ভাইরাসের পজিটিভিটি রেট কমছে. যার অর্থ হল , দেশে করোনা পজিটিভের সংখ্যা কমতে শুরু করেছে। টেস্টিং আরও বাড়লে পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। বলা হচ্ছে, ৩০ থেকে ৪০ হাজার করে যখন করোনার নিত্যদিনের আক্রান্তের সংখ্যা উঠে আসছিল, তখন বেশিদিন এই সংখ্যক আক্রান্ত স্থায়ী হননি। এমন পরিস্থিতিতে ৬০ হাজার বা ৫০ হাজার করে যখন করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসতে শুরু করেছে, তখন দেখা যাচ্ছে সেই সংখ্যার স্থায়িত্ব অনেকদিন হচ্ছে। ৩০ হাজার দৈনিক হিসাবে যদি ১ সপ্তাহ স্থায়ী থাকে, তাহলে ৬০ হাজার দৈবনিক আক্রান্ত ২ সপ্তাহ ধরে স্থায়ী। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যাও একটা জায়গায় গিয়ে থমকে রয়েছে। যা সুখবর।

 রাজ্যের হিসাবে করোনা পরিস্থিতি

রাজ্যের হিসাবে করোনা পরিস্থিতি

এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ৬৭১৯৪২ জন আক্রান্ত। তামিলনাড়ুতে আক্রান্ত ৩৭৩৪১০ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত, ৩৪৫২১৬ জন। কর্ণাটকে আক্রান্ত, ২৭১৮৭৬ জন। এরপর রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে আক্রান্তের সংখ্যা ১৮২৪৫৬ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৬০০১৬ জন। এরপরের স্থান পশ্চিমবঙ্গের। বাংলায় ১৩৫৫৯৬ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। সুস্থ হয়েছেন ১০৪৯৫৯ জন।

দিলীপ ব্যক্তিগত প্রচার করছেন বিজেপিতে! একুশের প্রতিযোগিতায় বিভাজন আড়াআড়িদিলীপ ব্যক্তিগত প্রচার করছেন বিজেপিতে! একুশের প্রতিযোগিতায় বিভাজন আড়াআড়ি

English summary
Coronavirus update, from 25 to 30 lakh cases has taken eight days in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X