For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষে বিপর্যস্ত ভারতে সুস্থ হয়ে উঠলেন কতজন! পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন

করোনার বিষে বিপর্যস্ত ভারতে সুস্থ হয়ে উঠলেন কতজন! পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন

  • |
Google Oneindia Bengali News

২১ দিনের লকডাউনে করোনার সংক্রমণ আর ছড়িয়ে পড়তে পারবে না,এমন ভাবনা চিন্তা থেকেই দেশ এগিয়ে চলেছিল। এরপরই উঠে আসে নিজামুদ্দিনের ঘটনা। যেখান থেকে গোটা দেশে করোনার প্রবল দংশন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের করোনা-মানচিত্র একনজরে দেখে নেওয়া যাক।

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর ভারতে সর্বাধিক কোভিড ১৯ রোগীর মৃত্যুর খবর উঠে এসেছে একদিনে। তেলাঙ্গানায় সেই রাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। আর এদিন ২৪ ঘণ্টার মধ্যে, ৪ জনের মৃত্যুর খবর এসেছে। গোটা ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জন।

করোনা দংশনে বাণিজ্যনগরী মুম্বই বিপর্যস্ত!

করোনা দংশনে বাণিজ্যনগরী মুম্বই বিপর্যস্ত!

করোনার সবচেয়ে বেশি দংশনের প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বইতে। কারণ মহারাষ্ট্র জুড়ে প্রবল আকারে করোনা দেখা দিয়েছে। এদিন সকাল থেকে নতুন করে ২৩ জনের দেহে মহারাষ্ট্রে ধরা পড়েছে করোনাভাইরাস। মোট ৩২৫ জন সেখানে আক্রান্ত। মৃত্যু হয়ছে ১২ জনের।

 বাকি রাজ্যে কেমন পরিস্থিতি?

বাকি রাজ্যে কেমন পরিস্থিতি?

মহারাষ্ট্রের পরই কেরল। সেখানে আক্রন্তের সংখ্যা ২৪১, গুরুতর আক্রান্ত ২১৫, ২ জনের মৃত্যু হয়েছে । তামিলনাড়ুতে ১২৪ জন আক্রান্ত, মৃত ১। দিল্লিতে ১২১ জন আক্রান্ত, মৃত ২। দেশে যে ১০ টি রাজ্যে প্রবল করোনার প্রভাব পড়েছে তারমধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি, তামিলনাড়ু, ছাড়াও রয়েছে কর্ণাটক,উত্তরপ্রদেশ, রাজস্থান , তেলাঙ্গানা,অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকে ১০৫ জন আক্রান্ত, ৯৩ জন গুরুতর অসুস্থ, মৃত ৩, উত্তরপ্রদেশে ১০৪ আক্রান্ত, ১ জন মৃত।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন ?

পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন ?

বাংলায় করোনার দংশনও কিছু কম নয়। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যের তালিকায় ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে ২৭ জন আক্রান্ত করোনায়। ২১ জনের অবস্থা গুরুতর। ৩ জনের সুস্থতার খবর এসেছে। রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনায় সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান

ভারতে করোনায় সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান

ভারতে লাফিয়ে বেড়ে চলা করোনা রোগীদের আক্রান্ত হওয়া ঘটনার মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাটিও তাৎপর্যপূর্ণ। ১৭২৩ জন আপাততত ভারতে করোনা আক্রান্ত। সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। প্রবলভাবে আক্রান্ত ১৫১৯ জন।

রাজ্যের হিসাবে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান

রাজ্যের হিসাবে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান

মহারাষ্ট্রে ৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন, কেরলে ২৪, তামিলনাড়ুতে ৬ জন সুস্থ হয়ে উঠেছেন। দিল্লিতে ৬ জন সুস্থ। কর্ণাটকে ৯ জন সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, গোটা দেশে যেভাবে মুহূর্তে করোনা ছড়িয়ে পড়েছে, তাতে সুস্থতার শতাংশ অত্যন্ত কম। এমন পরিস্থিতি থেকে দেশ কোনপথে এগিয়ে যা সেদিকে নজর বিশ্বের

নিজামউদ্দিন নিয়ে মুসলিমদের নিন্দা বন্ধ করুন, ফুঁসে উঠলেন ওমর আবদুল্লানিজামউদ্দিন নিয়ে মুসলিমদের নিন্দা বন্ধ করুন, ফুঁসে উঠলেন ওমর আবদুল্লা

English summary
Coronavirus tracker in India, number of deased growing rapidly, know the number of recovery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X