For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টিং ছাড়াই করোনা মুক্ত হয়ে যাচ্ছেন রোগী ! মোদীর রাজ্যে কী ঘটছে

টেস্টিং ছাড়াই করোনা মুক্ত হয়ে যাচ্ছেন রোগী ! মোদীর রাজ্যে কী ঘটছে

  • |
Google Oneindia Bengali News

কোনও উপসর্গহীন করোনা রোগীকে পরপর ৩ দিন যদি দেখা যায় যে তাঁর কোনও উপসর্গ আসছে না তাহলে তাঁকে ছেড়ে দিতে শুরু করেছে গুজরাতের হাসপাতালগুলি। এমন অবস্থায় গুজরাতে মে মাসের ৮ তারিখে যেখানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া রোগীরর সংখ্যা ছিল ১৮৭২, সেখানে ৭ জুন তা হয়েছে ১৩, ৬০০ জন।

 কীভাবে চিকিৎসা চলছে মোদী রাজ্যে?

কীভাবে চিকিৎসা চলছে মোদী রাজ্যে?

নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের আঁতুর ঘর গুজরাত। বিজেপি শাসিত এই রাজ্যে বহু রোগীই হোম আইসোলেশনে রয়েছেন। এমন বহু রোগীকেই ছেড়ে দেওয়া হচ্ছে, যাঁদের শেষবার কোভিড টেস্টই হয়নি। এক সাম্প্রতিক প্রতিবেদনের খবর অনুযায়ী এই তথ্য় আসছে।

 কোন অভিযোগ উঠছে?

কোন অভিযোগ উঠছে?

বলা হচ্ছে, হাসপাতাল থেকে একজন রোগীকে ছেড়ে দেওয়ার আগে অন্তত কোভিড টেস্টে তাঁকে নেগেটিভ দেখাতে হবে। সেই রিপোর্ট আসলে তবেই তাঁকে ছেড়ে দিতে পারে হাসপাতাল। তবে গুজরাতে অনেক রোগীকেই টেস্টিং ছাড়াই তিনি 'সুস্থ' বলে দেওয়া হচ্ছে হাসপাতালের রিপোর্টে। এরপর সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে। যার জেরে আতঙ্ক বাড়ছে।

 পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান বলছে, মে মাসের মাঝামাঝি থেকে দেখা গিয়েছে প্রবলভাবে করোনা বিধ্বস্ত গুজরাতের আমেদাবাদে প্রতিদিনের হারে ৬০ শতাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ১ থেকে ২ জুন সেই প্রতিদিনের হারে আমেদাবাদে ৯০ শতাংশ রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর।

গুজরাতের প্রশাসন কী বলছে?

গুজরাতের প্রশাসন কী বলছে?

গুজরাত প্রশাসনের তরফে বলা হয়েছে, যদি একজন রোগী নিজে হাসপাতালে থেকে তার কয়েকদিনের মধ্যে সুস্থ বোধ করেন, তাহলে তাঁকে সত্ত্বর বাড়িতে আইসোলেশনে রেখে সুস্থ করে তোলা যাবে। আর সেইভাবেই বিপুল জনসংখ্যার মানুষের চিকিৎসা হচ্ছে গুজরাতে।

নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের মামলায় সিআইডি-তে হাজিরা বিজেপি সাংসদরেনদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের মামলায় সিআইডি-তে হাজিরা বিজেপি সাংসদরে

English summary
Coronavirus tracker, In Gujarat many recovered without test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X