For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্ত যক্ষ্ণা রোগীদেরই এবার করোনা টেস্টের নির্দেশ! হঠাৎ এই সিদ্ধান্তের পথে কেন হাঁটল কেন্দ্র ?

যক্ষ্ণা আক্রান্ত ব্যক্তিদেরই করোনা টেস্টের নির্দেশ! যক্ষ্ণা টেস্ট হবে সমস্ত করোনা আক্রান্তের

  • |
Google Oneindia Bengali News

এবার সমস্ত যক্ষ্ণা রোগীদের জন্য কোভিড টেস্টের নির্দেশ দিল কেন্দ্র। উল্টোদিকে করোনা রোগীদের জন্যও যক্ষ্ণা পরীক্ষার(টিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নয়া এই নির্দেশিকা প্রকাশ করেছে বলে খবর। দুই রোগের উপসর্গ জনিত একাধিক মিল থাকায় সঠিক চিকিৎসা জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সমস্ত যক্ষ্ণা রোগীদেরই এবার করোনা টেস্টের নির্দেশ! হঠাৎ এই সিদ্ধান্তের পথে কেন হাঁটল কেন্দ্র ?

বর্তমানে যে সমস্ত রোগীদের শ্বাসকষ্টের সমস্যা, ইনফ্লুয়েঞ্জার (আইএলআই) বা শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ (এসএআরআই) রয়েছে তাদেরই যক্ষ্ণা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিকে টিবি এবং কোভিড-১৯ উভয়ই প্রাথমিকভাবে ফুসফুসে সংক্রমণ ছডা়য়। যার জেরে একাধিক শ্বাসকষ্ট-জনিত সমস্যায় ভোগে রোগী। এমনকি দুই রোগের উপসর্গের ক্ষেত্রেও অনেক মিল রয়েছে।

এদিকে বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ০.৩৭ থেকে ৪.৪৭ শতাংশ মানুষ আবার যক্ষ্ণার শিকার হয়েছেন। এদিকে গত বছরের তুলনায় চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২৬ শতাংশ কম যক্ষ্ণা আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা করোনা প্রাদুর্ভাবের জেরেই রোগীর টিবি রোগীর সংখ্যায় এই পারাপতন। ওয়াকিবহাল মহলের ধারণা বর্তমানে সঠিক চিকিৎসার জন্যই যক্ষ্মা ও করোনা আক্রান্ত সমস্ত রোগীকেই আলাদা পরীক্ষার নিদান দিয়েছে কেন্দ্র।

সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালেন মমতাসেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালেন মমতা

English summary
coronavirus test instructions for all tuberculosis patients why did the center suddenly walk on the path of this decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X