For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষের পাপ-ই দোষী করোনা ভাইরাসের জন্য'! বার্তা তবলিঘি জামাতের প্রধানের

  • |
Google Oneindia Bengali News

ফের আরও এক অডিও বার্তা। এবারো তবলিঘি জামাতের প্রধান মৌলানা সাদের বার্তা। আর তিনি এবার দাবি করেছেন যে, করোনাভাইরাস আসলে মানবসভ্যতার পাপের ফসল। উল্লেখ্য, এই মৌলানা সাদকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

খোঁজ চলছে জোরদার

খোঁজ চলছে জোরদার

উল্লেখ্য, দিল্লি ও উত্তরপ্রদেশর বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক টিম খোঁজ চালাচ্ছে মৌলানার জন্য। মৌলানার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। দিল্লিতে কার্ফুর মধ্যে আইন বর্হিভূতভাবে তিনি কেন ধর্মীয় জমায়েত করেন, তা নিয়ে রয়েছে অভিযোগ।

 মৌলানা সাদের বার্তা

মৌলানা সাদের বার্তা

আরও একটি অডিও বার্তায় মৌলানা সাদ বলেছেন, 'আল্লাহ ক্ষুব্ধ। এই নিয়ে কোনও মতভেদ নেই যে মানুষের পাপই দোষী করোনাভাইরাসের জন্য়। '

এর আগে মৌলানার বার্তা

এর আগে মৌলানার বার্তা

মৌলানা সাদ বৃহস্পতিবার এক প্রকাশিত অডিও বার্তায় জানিয়েছেন , তিনি আপাতত আইসোলেশনে রয়েছেন। তাঁর অগণিত অনুরাগীদের তিনি সরকারি নির্দেশ মেনে চলার বার্তাও দিয়েছেন।

 নিজামুদ্দিন নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

নিজামুদ্দিন নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে , নিজামুদ্দিনের ঘটনার জেরেই বেড়ে গিয়েছে দেশ জুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি, এই ঘটনা বাদ দিলে ভারতে করোনার আক্রান্তের ন্যাশনাল ট্রেন্ড নিয়ন্ত্রিত হচ্ছিল এতদিন ধরে। তবে এই ঘটনার জেরে সেই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকছে। গোটা দেশে ৮০০০ জনের বেশি নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগদানকারী রয়েছে বলে খবর।

English summary
Coronavirus ,Tablighi Jamaat Markaz chief blames sins of mankind for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X