For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে আলোর দিশায় ভারত! হটস্পটের সংখ্যা কমে কোন পরিসংখ্যান সামনে এল

করোনা যুদ্ধে আলোর দিশায় ভারত! হটস্পটের সংখ্যা কমে কোন পরিসংখ্যান সামনে এল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগ আশঙ্কায় রাখছে গোটা দেশকে। দেশের একাধিক শহরে ক্রমেই করোনার আতঙ্ক প্রবলভাবে গ্রাস করছে । এরই মধ্যে লকডাউনের জেরে পরিস্থিতি খানিকটা সুস্থির অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। হটস্পট নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যান তেমনই বার্তা দিচ্ছে।

অরেঞ্জ জোন ও কিছু তথ্য

অরেঞ্জ জোন ও কিছু তথ্য

দেশের যে সমস্ত এলাকা হটস্পট নয়, অথচ হটস্পটের পরেই রয়েছে , সেই এলাকাকে অরেঞ্জ জোন এর আখ্যা দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, গত ১৪ দিনের হিসাব অনুযায়ী অরেঞ্জ জোন ২০৭ থেকে বেড়ে হয়েছে ২৯৭ ।

গ্রিন জোন তত্ত্ব

গ্রিন জোন তত্ত্ব

গত ১৪ দিনে লকডাউনের মধ্যে দেশের হটস্পট ক্রমেই সুস্থতার পথে গিয়েছে। এদিকে বর্তমানে গ্রিন জোন ৩২৫ থেকে কমে ৩০৭ এ আপাতত রয়েছে সারা দেশে। যা নিঃসন্দেহে উদ্বেগের কারণ। উল্লেখ্য, যে জোন -এ ১৪-২৮ দিনে একটিও করোনার ঘটনা নেই , সেই এলাকাই গ্রিন জোন ।

 হটস্পটের সংখ্যায় আার আলো

হটস্পটের সংখ্যায় আার আলো

উল্লেখ্য, ৩ মের পর লকডাউন উঠলেও এই হটস্পটগুলিতে নিয়ম শিথিল হবে না বলে সূত্রের খবর। এদিকে,দেশের ১৭০ টি হটস্পট থেকে কমে ১২৯ টি হটস্পট দাঁড়িয়েছে সারা দেশে। গত ২ সপ্তাহে এই উন্নতি চোখে পড়েছে। উল্লেখ্য, ওই হটস্পটে করোনার আক্রান্তের ও মৃততের আধিক্য সর্বাধিক।

 বাংলার পরিস্থিতি কেমন ?

বাংলার পরিস্থিতি কেমন ?

এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদহ জেলা।এই তালিকায় রয়েছে চারটি জেলা। এবং সেই জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।

English summary
Coronavirus situation , number of COVID-19 hotspot districts decreases to 129 from 170 .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X