For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুস্থ হওয়া করোনা আক্রান্ত রোগীকে ছাড়তে গেলে মানতেই হবে স্বাস্থ্য মন্ত্রকের সংশোধিত নির্দেশিকা

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই সুস্থ হওয়া করোনা রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুসারে করোনা আক্রান্ত রোগীদের বর্তমানে ৩ টি ভাগে ভাগ করাও হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের তিনটি তালিকায় ভাগ করল স্বাস্থ্য মন্ত্রক

করোনা আক্রান্ত রোগীদের তিনটি তালিকায় ভাগ করল স্বাস্থ্য মন্ত্রক

সূত্রের খবর, এই তিনটি তালিকায় থাকছে হালকা সংক্রমণ বা কম ঝুঁকি পূর্ণ রোগীরা। তারপরেই থাকছে তুলনামূলক ভাবে কম ঝুঁকি পূরণ রোগীরা এবং শেষে থাকছে সঙ্কটজনক রোগীরা। এই তিনটি বিভাগ অনুযায়ী আগামীকে স্বাস্থ্য পরিষেবাকে ভাগ করা হবে বলেও সরকারি সূত্রে খবর।

হালকা লক্ষণ দেওয়া রোগীদের জন্য কী নির্দেশিকা?

হালকা লক্ষণ দেওয়া রোগীদের জন্য কী নির্দেশিকা?

প্রথম তালিকায় থাকা বা কোভিড কেয়ারে ভর্তি থাকা হালকা / খুব হালকা / প্রাক-লক্ষণ দেখা দিয়েছে এমন রোগীদের নিয়মিত তাপমাত্রা এবং পালস চেক করা হবে বলে জানা যাচ্ছে। করোনার লক্ষণ শুরুর ১০ দিন পরে এবং পরপর ৩ দিন কোনও জ্বর না থাকলে এই রোগীকে ছেড়ে দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। ছুটি পাওয়ার পর ওই রোগীর ৭ দিন আইসোলেশনে থাকা বাধ্যতামূলক।

কম ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য কী বলছে স্বাস্থ্য মন্ত্রক?

কম ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য কী বলছে স্বাস্থ্য মন্ত্রক?

পাশাপাশি মোডারেট বা কম তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে যদি ৩ দিনের মধ্যে জ্বর ছেড়ে যায় এবং আগামী ৪ দিন তার ৯৫ শতাংশের উপরে স্যাচুরেশন বজায় থাকে কোনও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাহলে এই রোগীদের লক্ষণ শুরুর ১০ দিন পর ছেড়ে দেওয়া যাবে। এই ক্ষেত্রেও ছাড়া পাওয়ার পর ৭ দিনের আইশোলেশন বাধ্যতামূলক।

সঙ্কটজনক রোগীদের জন্য কি মত স্বাস্থ্য মন্ত্রকের?

সঙ্কটজনক রোগীদের জন্য কি মত স্বাস্থ্য মন্ত্রকের?

অন্যদিকে করোনা করোনা সংক্রমণের সঙ্গে অন্য যে কোনও ভারী রোগ থাকলেই সেই সমস্ত রোগীদের সঙ্কটজনক তালিকায় রাখা হচ্ছে। এই ক্ষেত্রে যে সমস্ত রোগীদের এইচআইভি, , ম্যালিগেন্সি, বা বিভিন্ন শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে দীর্ঘদিন স্থায়ী চিকিত্সার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে তাদের ২৪ ঘন্টাই অক্সিজেন সাপোর্টের আওয়াতায় রাখতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাদের কোনও ভাবেই ছাড়া যাবে না।

English summary
What the revised guidelines of the Ministry of Health say about corona sufferers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X