নববর্ষেই ফের জাঁকিয়ে বসছে করোনা আতঙ্ক! করোনা হটস্পট চেন্নাইয়ের আরও একটি বিলাসবহুল হোটেল
ইতিমধ্যেই সেখানে ২০ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে।

এমতবস্থায় গোটা শহরেই নতুন করে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের তরফে সমস্ত বিলাবহুল হোটেলের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। একইসাথে সমস্ত পূর্ব নির্বারিত অনুষ্ঠানসূচীও বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, গত কয়েকদিনে শহরের একাধিক হোটেলের কর্মচারী সহ অন্যান্য সদস্য সহ মোট ৪ হাজার ৩৯২ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪৯১ জনের রিপোর্ট পজেটিভ আসে। উদ্বেগের বিষয় এই যে এর মধ্যে স্টার ক্যাটাগরির হোটেলের কর্মচারীদের মধ্যে ১১৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা যাচ্ছে।
এদিকে এর আগে শুধুমাত্র চেন্নাইয়ের আইটিসির গ্র্যান্ড চোল হোটেলে কর্মী-সহ মোট ৮৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানান তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণন। এই খবর চাউর হতেই অন্যান্য বিলাসবহুল হোটেলগুলিতে বসবাসকারী আবাসিক ও কর্মচারীদের নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয় চেন্নাই পুরসভাকে। শহরের হোটেলগুলিকেও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া বার্তাও দেয় প্রশাসন। তবে বড়দিন, বর্ষশেষ ও নববর্ষের উদযাপনের আবহে সংক্রমণ কতটা ছড়িয়েছে তা ভেবেই উদ্বিগ্ন সকলে।
