For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে লকডাউনে আটকে থাকা বাঙালিদের জন্য ঝরঝরে 'বাংলা'য় আবেদন শশীর! ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে ২১ দিনের লকডাউনে ভারত। গোটা দেশে এই সময়ের মধ্যে ব্যাপক সংকটজনক পরিস্থিতি তৈরি হয়ে চলেছে। বহু পরিযায়ী দিন মজুররাই ভিন রাজ্য থেকে নিজের নিজের রাজ্য়ে ফেরার চেষ্টা করছেন। অনেকেই পরিবার নিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করেছেন। গাড়ি যান বাহন না মেলায়, অসহ্য ক্ষুধা আর তৃষ্ণাতেও তাঁরা হেঁটে চলেছেন। এমন পরিস্থিতিতে কেরলে বসবাসকারী এমন আটকে পড়া বাঙালিদের জন্য বাংলায় কথা বলে বার্তা দিলেন শশী থারুর।

শশী থারুর ও ভাষা উদ্যোগ

শশী থারুর ও ভাষা উদ্যোগ

দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের ছাত্র শশী থ৪রুরের ইংরেজির দক্ষতা সম্পর্কে অনেকেই অবহিত। ইতিহাসের ছাত্র থেকে তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্নাতোকোত্তর ডিগ্রি পান। ২২ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্।ক্তিত্ব হিসাবে তিনি ফ্লেচার স্কুলে ডক্টরেটও পান। তাঁর পাণ্ডিত্যের প্রশংসা বিভিন্ন জায়গায় শোনা যায়। তবে ভাষাতেও যে তিনি সমান দক্ষ তা এবার প্রমাণ করলেন কংগ্রেসের এই নেতা।

কেরলে বাঙালি দিন মজুরদের সংকট

কেরলে বাঙালি দিন মজুরদের সংকট

বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী দিন মজুরদের সাহায্যে এগিয়ে এসেছে সংশ্লিষ্ট রাজ্যগুলি। বিশেষত এই বিষয়ে আটকে পড়া বাঙালিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের আবেদন জানান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে। সেই মতো কেরল সরকার সেখানের বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেরলের সাংসদ শশী থরুর বাংলায় বাঙালিদের জন্য বার্তা দিলেন।

শশীর ভিডিও ভাইরাল

শশী থারুর এদিন সাফ বার্তায় বলেন, কেরলে সরকার সেরাজ্যে আটকে পড়া বাঙালি শ্রমিকদের পাশে রয়েছে। শ্রমিকদের অত্যাবশ্যকীয় যাবতীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন,'এমন পরিস্থিতিতে বাংলায় ফিরে যাওয়া আপনাদের সম্ভব নয়।' আর সেই কারণেই যে যেখানে রয়েছেন, তাঁকে সেখানেই থাকবার বার্তা দেন শশী।

English summary
Coronavirus outbreak,Tharror appeals to bengalis in Kerala by speaking Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X