For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষাক্ত হানাতেও অর্থনীতিকে চাঙ্গা রাখতে আরবিআই-র নয়া পদক্ষেপ

করোনার বিষাক্ত হানাতেও অর্থনীতিকে চাঙ্গা রাখতে আরবিআই-র নয়া পদক্ষেপ

Google Oneindia Bengali News

দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে একাধিক রাস্তায় হাঁটার চেষ্টা করছে আরবিআই। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে এবার লকডাউনের মাঝেই আরও কিছু পদক্ষেপ নিল আরবিআই।

আরবিআই-এর পদক্ষেপ

আরবিআই-এর পদক্ষেপ

আর্থিক সংকট দেশ থেকে দূর করার জন্য ভারতে রপ্তানীকৃত দ্রব্যের দেশ প্রত্যাবর্তনের সময়সীমা ও তার থেকে আদায়কৃত অর্থের সময়কাল বাড়াল এই ব্যাঙ্ক। যা এমন পরিস্থিতিতে আরবিআইয়ের এই পদক্ষেপ বড়সড় একটি দিক বলে মনে করা হচ্ছে।

রাজ্যগুলিকে স্বস্তি

রাজ্যগুলিকে স্বস্তি

এছাড়াও রাজ্যগুলিকে স্বস্তি দিতে আরবিআই ডাব্লু এম-এর সীমা ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যা সংকটকালে রাজ্যগুলিকে স্বস্তি দেবে। ডাব্লু এমএ বলতে বোঝায় ওয়েইস অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। যার ফলে রাজ্যগুলির ক্ষণকালের আয় ব্যায়ের হিসাবে নগদের যোগানে যদি গলদ থাকেও , তা পুষিয়ে দেওয়া পন্থায় চলে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী অ্যাডভান্সের ডেট থেকে ৩ মাস পর্যন্ত এটির সময় সীমা থাকে।

জুলাই পর্যন্ত সময়সীমা

জুলাই পর্যন্ত সময়সীমা

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, রপ্তানীকৃত পণ্যের অর্থ যাতে রপ্তানীকারকদের হাতে চলে আসে তার জন্য সময়সীমা ৩১ জুলাই ২০২০ পর্যন্ত করা হয়েছে। এটির সময়কাল রপ্তানীর তারিখ থেকে ১৫ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই

দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই

এর আগে করোনা পরিস্থিতির মোকাবিলায় বক্তব্য রাখতে গিয়ে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস বলেন, 'শক্তিকান্ত দাস বলেন, 'করোনার সমস্যা কাটিয়ে অর্থনীতিকে বাঁচাতে আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে। এই টাকা নাগরিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে।'

৫ টি ট্যাক্স-এ পরিবর্তন! ১ এপ্রিল থেকে চালু নতুন ব্যবস্থা, একনজরে৫ টি ট্যাক্স-এ পরিবর্তন! ১ এপ্রিল থেকে চালু নতুন ব্যবস্থা, একনজরে

English summary
RBI Announces more measures to deal with economic fallout .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X