For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাসের প্রভাব, শনিবার থেকে বন্ধ মুঘল গার্ডেন, টুইট রামনাথ কোবিন্দের

‌করোনা ভাইরাসের প্রভাব, শনিবার থেকে বন্ধ মুঘল গার্ডেন, টুইট রামনাথ কোবিন্দের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে দেশের সর্বত্র। প্রভাব পড়েছে রাষ্ট্রপতি ভবনেও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে জানান যে কোভিড–১৯ বা করোনা ভাইরাসের জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল রাষ্ট্রপতি ভবনে।

বন্ধ মুঘল গার্ডেন

বন্ধ মুঘল গার্ডেন

টুইটারে রামনাথ কোবিন্দ জানিয়েছেন যে শনিবার (‌৭ মার্চ)‌ থেকে মুঘল বাগান জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে। তিনি টুইটে বলেন, ‘‌কোভিড-১৯ করোনা ভাইরাসের জন্য রাষ্ট্রপতি ভবনে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, শনিবার, ৭ মার্চ থেকে মুঘল গার্ডেন বন্ধ থাকবে জনসাধারণের জন্য, বড় সংখ্যায় মানুষের জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত।'‌

অরবিন্দ কেজরিওয়াল ও আপ বিধায়করাও হোলিতে যোগ দেবেন না

অরবিন্দ কেজরিওয়াল ও আপ বিধায়করাও হোলিতে যোগ দেবেন না

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার জানিয়েছেন যে মন্ত্রীপরিষদের মন্ত্রীরা ও আম আদমি পার্টির (‌আপ)‌ বিধায়করা এ বছর হোলি উৎসব পালন করবেন না। কারণ উত্তর-দিল্লির হিংসার ঘটনা ও করোনা ভাইরাস প্রকোপের জন্য। দিল্লি বিধানসভার বিরোধী নেতা রামবীর সিং বিধুরি ও বিজেপির বিধায়করাও করোনা ভাইরাসের জন্য যে কোনও ধরনের জমায়েত থেকে দূরে থাকছেন, সে কারণে হোলি উৎসবে তাঁরাও অংশ নেবেন না।

হোলি উৎসবে নেই মোদীও

হোলি উৎসবে নেই মোদীও

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে ছিলেন যে তিনি কোনও ‘‌হোলি মিলন'‌ উৎসবে যোগ দেবেন না। কারণ বিশেষজ্ঞরা তাঁকে বড় ধরনের জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন করোনা আতঙ্কের জন্য। এরপরই অমিত শাহ ও জেপি নাড্ডাও একই ধরনের ঘোষণা করেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধ করার দায়িত্ব সকলের তাই জমায়েত থেক দূরে থাকাই ভালো, জানিয়েছেন বিজেপি বিধায়ক।

English summary
coronavirus outbreak mughal garden closed on saturday tweet ramnath kovind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X