For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাঁদো .. আমার প্রিয় দেশ..', মোদীর লকডাউন বৃদ্ধির ঘোষণার পর অর্থনীতি নিয়ে সরব চিদাম্বরম

'কাঁদো .. আমার প্রিয় দেশ..', মোদীর লকডাউন বৃদ্ধির ঘোষণার পর অর্থনীতি নিয়ে সরব চিদাম্বরম

  • |
Google Oneindia Bengali News

এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। বিশ্বের সঙ্গে সঙ্গে ১৩০ কোটি মানুষের দেশ ভারতও আক্রান্ত। ভারতে বর্তমানে ১০ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে ৩০ শতাংশই তবলিঘি জামাতের সদস্য। এমন পরিস্থিতিতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মোদী। আর সেই সিদ্ধান্তের সমালোচনায় নামেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

চিদাম্বরমের তোপ

চিদাম্বরমের তোপ

চিদাম্বরম এদিনের লকডাউনের বৃদ্ধির ঘোষণাকে তোপ দেগে একের পর এক কটাক্ষ করেন। তিনি জানান, নববর্ষের শুভেচ্ছা বার্তায় মোদী যা জানিয়েছেন , তাতে সমর্থন রয়েছে তাঁর। তবে কেন , মোদী সরকার ২৫ মার্চের আর্থিক প্যাকেজে আরও কিছু আর্থিক সাহায্য এখনও ঘোষণা করলেন না , তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

'গরিবরা আরও গরিব হচ্ছেন'

'গরিবরা আরও গরিব হচ্ছেন'

চিদাম্বরম জানান, এই লকডাউনের ফলে গরিবদের ২১ দিনের অস্বাভাবিক পরিস্থিতির সঙ্গে আরও ১৯ দিনের লড়াই করতে হবে। যা অকল্পনীয়। সরকার এমন পরিস্থিতিতে কেন আর্থিক সাহায্য ঘোষণা করছে না , তা নিয়ে প্রশ্ন উঠছে।

'কাঁদো আমার প্রিয় দেশ..'

'কাঁদো আমার প্রিয় দেশ..'

দেশের সার্বিক পরিস্থিতিতে মোদী সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেছেন চিদাম্বরম। আর এমন পরিস্থিতিতে দেশের কান্না ছাড়া উপায় নেই বলে জানান তিনি। এরপর চিদাম্বরম টুইটবাণে লেখেন,' কাঁদো আমার প্রিয় দেশ...। '

৩ মে নিয়ে মোদীর ঘোষণা

৩ মে নিয়ে মোদীর ঘোষণা

''সমস্ত দিক নজর রেখে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। যেভাবে এখন লকডাউন পালন করা হয়েছে, সেভাবেই এরপরেও লক়ডাউন কার্যকর করুক সকলে। স্থানীয়ভাবে কেউ নতুন করে আক্রান্ত হলে সেটা অবশ্যই আমাদের কাছে চিন্তার বিষয় হবে।' মোদী বলেন এদিন।

দেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগদেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগ

English summary
Coronavirus Outbreak in India, P Chidambaram criticises Modi over Lockdown extension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X