For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা দংশন:কোটিপতি মুকেশ আম্বানির বিপুল টাকার ক্ষতি ! ২ মাসে কী ঘটে গিয়েছে ধনকুবেরের সম্পত্তিতে

করোনা দংশন:কোটিপতি মুকেশ আম্বানির বিপুল টাকার ক্ষতি ! ২ মাসে কী ঘটে গিয়েছে ধনকুবেরের সম্পত্তিতে

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, করোনা এমনই একটি সংক্রমণ যা ভিআইপি থেকে সাধারণ মানুষ কাউকে ছাড়ে না! সেই বার্তার খানিকটা অংশ করোনায় ধরাশায়ী অর্থনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। করোনার গ্রাসে যখন বহু দরিদ্র দিন মজুরের ভাঁড়ারে টান পড়েছে, তখন সুখে নেই এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানিও। তাঁরও সম্পত্তিতে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গিয়েছে গত ২ মাসে। সেই টাকার অঙ্ক তাজ্জাব লাগাতে বাধ্য!

এশিয়ার অন্যতম ধনকুবেরের পরিস্থিতি কেমন?

এশিয়ার অন্যতম ধনকুবেরের পরিস্থিতি কেমন?

মুম্বইয়েপ প্রাসাদোপম আন্তালিয়ায় তাঁর বসবাস। শোনা যায়, বিদেশ থেকে আমদানিকৃত বিশেষ জলই ব্য়াবহৃত হয় আম্বানি পরিবারের জন্য। এহেন মুকেশ আম্বানি এশিয়ার ধনকুবেরদের তালিকা রয়েছেন ১৭ তম স্থানে। তাঁকে ছাপিয়ে গিয়েছেন জ্যাক মা-এর মতো শিল্পপতিরা। অন্যদিকে, বিশ্বে মুকেশ আম্বানি দ্বিতীয় এমন ধনকুবের যিনি প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন করোনার জেরে।

কত কোটি টাকার ক্ষতি আম্বানির?

কত কোটি টাকার ক্ষতি আম্বানির?

'হুরিন গ্লোবাল রিচ লিস্ট' এর নতুন তালিকায় মুকেশ আম্বানির পতন নিঃসন্দেহে বড় খবর ভারতীয় অর্থনীতির জন্য। করোনার মতো মহামারীর জেরে গত ২ মাসে মুকেশ আম্বানির সম্পত্তিতে ১.৪৪ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। ১.৪৪ লাখ কোটি টাকা খুইয়েছেন ভারতের বিজনেজ টাইকুন মুকেশ আম্বানি।

আর কোন শিল্পপতি ক্ষতির মুখে!

আর কোন শিল্পপতি ক্ষতির মুখে!

শুধু ভারতের মুকেশ আম্বানিই নন, গৌতম আদানিরাও বিপুল অহ্তের টাকার ক্ষতি দেখেছেন গত ২ মাসে। হুরুন গ্লোবাল রিচ লিস্ট বলছে, গৌতম আদানির ৬ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এইচসিএল-এর শিব নাদারের ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। উদয় কোটাকের ৪ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এঁরা সকলেই এশিয়ার সেরা ১০০ ধনকুবেরের তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। তালিকার প্রথম ১০০ তে শুধু রয়েছেন মুকেশ আম্বানি।

 বিপুল ধাক্কা

বিপুল ধাক্কা

জানা গিয়েছে, ভারতের সবচেয়ে বড় শিল্পপতিরাই স্টক মার্কেটে কম বেশি ধাক্কা খেয়েছেন। অনেকেই ২৬ শতাংশের মতো অর্থের ধাক্কা খেয়েছেন। সেই জায়গায় মুকেশ আম্বানির ক্ষতি ২৮ শতাংশ। ফলে এরপরবর্তী পর্যায়ে ভারত কোন পরিস্থিতি দেখবে, তার অপেক্ষায় বিশেষজ্ঞরা।

English summary
Coronavirus outbreak in India, Mukesh Ambani lost Rs 1.44 lakh crore in 2 Months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X