শুক্রবার থেকে বন্ধ পুরির জগন্নাথ দেবের মন্দির
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের ফলে বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ হওয়ার পাশাপাশি ধর্মীয় স্থানগুলিতেও মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। কারণ হু–এর পরামর্শ মতো জনবহুল এলাকা বা জন সমাগম ,হয় এমন জায়গা এগিয়ে চলা উচিত। হু–এর এই নির্দেশ মাথায় রেখেই পুরির জগন্নাথ দেবের মন্দির শুক্রবার থেকে বন্ধ রাখা হচ্ছে। শুক্রবার থেকেই কোনও ভক্ত আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না।

জগন্নাথ দেবের মন্দিরের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, 'সাধারণ মানুষের জন্য মন্দির বন্ধ রাখা হলেও, মন্দিরের রীতি আগের মতোই পালন করা হবে। তাতে কোনও সমস্যা হবে না।’ মন্দির চত্ত্বরে শুধুমাত্র পুরোহিত ও সেবায়তরাই প্রবেশের অনুমতি পাবে।
বুধবারই ওড়িশা সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয় যেখানে বলা হয় যে কোভিড–১৯–এর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে। স্বাস্থ্য মন্ত্রকের মতেগোটা দেশে ১৬৯ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওড়িশাতে খোঁজ পাওয়া গিয়েছে করোনা আক্রান্তের।