For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন পালনে ব্রিটিশ আমলের আইন লাগু 'নাজেহাল' প্রশাসনের! কোথায় হল এমন

লকডাউন পালনে ব্রিটিশ আমলের আইন লাগু 'নাজেহাল' প্রশাসনের! কোথায় হল এমন

  • |
Google Oneindia Bengali News

আইনটি লাগু হয়েছিল ১৯১৮ সালে। স্বাধীনতার লড়াইতে তখন গোটা দেশ উত্তাল। আর সেই সময় ব্রিটিশরা এক নয়া আইন লাগু করেছিল নজরদারি সংক্রান্ত 'পেট্রোল ডিউটি' নিয়ে। ১৯১৮ সালের জুলাই মাসে লাগু হওয়া সেই আইন এবার ২০২০ সালের স্বাধীন ভারতের একাংশে লাগু হয়েছে । এবার লক্ষ্য করোনা যুদ্ধে জয়লাভ করা!

লকডাউন পালনে ব্রিটিশ আমলের আইন লাগু নাজেহাল প্রশাসনের! কোথায় হল এমন

১৯১৮ সালের আইনে ছিল আপৎকালে এলাকার যুবকদের নিয়ে রাতের নজরদারিতে বের হতে পারে স্থানীয় প্রশাসন আর পুলিশ। আর সেই আই লাগু হয়েছে পাঞ্চকুলায়। সেখানে স্থানীয় যুবকদের চিহ্নিত করেছে প্রশাসন। যাঁরা লকডাউন ঠিকভাবে পালিত হচ্ছে কি না, বা রাস্তায় কেউ অযাচিতভাবে ঘুরছে কি না , তার দিকে লক্ষ্য রাখবেন। এই মর্মে এলাকার ডেপুটি কমিশনরারের তরফে নির্দেশও এসে গিয়েছে।

গত ২৭ মার্চ থেকে এই আইনের তৃতীয় ধারায় লাগু হয়েছে আইন। নির্দিষ্ট 'পাস' ছাড়া গ্রামের কেউই এলাকায় যাতায়াত করতে পারছেন না। কারণ নজরদারিতে রয়েছেন স্বয়ং গ্রামেরই লোক। যাঁরা চেনেন কে এলাকার মানুষ ,আর কে বহিরাগত!

পাঞ্জকুলা প্রশাসনের আওতায় যে গ্রামগুলি রয়েছে , সেই গ্রাম নিয়েও বড় নির্দেশ এসেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে যে গ্রাম নির্দেশ পালনে ব্যর্থ হবে, সেই গ্রামকে ১০০ টাকা জরিমানা করা হবে। আপাতত লকডাউন সেখানে নির্বিঘ্নে পালিত হচ্ছে বলে খবর।

English summary
Coronavirus out break,to maintain lockdown British era law invoked in Panchkula.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X