For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ৩০ মিনিটের মধ্যেই জানা যাবে করোনা পরীক্ষার ফল, অ্যান্টিজেন কিট ব্যবহারের অনুমতি ICMR-র

এবার ৩০ মিনিটের মধ্যেই জানা যাবে করোনা পরীক্ষার ফল, অ্যান্টিজেন কিট ব্যবহারের অনুমতি ICMR-র

Google Oneindia Bengali News

করোনা পরীক্ষার ফল দেরিতে আসার কারণে করোনা সংক্রমণ আরও ছড়িেয় পড়ছে। দ্রুত করোনা পরীক্ষার ফল যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ এর থেকে রেহাই নেই। সেকথা বিবেচনা করেই অ্যান্টিজেন কিট ব্যবহারের অনুমতি দিল আইসিএমএর। কোরিয়ান সংস্থার তৈরি এই কিট ব্যবহার করলেই ৩০ মিনিেটর মধ্যেই ধরা পড়ে যাবে করোনা ভাইরাসের সংক্রমণ।

কেমন করে হয় অ্যান্টিজেন কিটে পরীক্ষা

কেমন করে হয় অ্যান্টিজেন কিটে পরীক্ষা

অনেকটা প্রেগনেন্সি টেস্ট কিটের মত হয় পরীক্ষাটা। করোনা আক্রান্ত রোগীর সোয়াব সংগ্রহ করার পর সেটা ওই টেস্ট কিটে দিলে করোনা আক্রান্ত হলে সেটা রং বদল করবে। আর যদি রং বদল না করে তাহলে সেই ব্যক্তি করোনা সংক্রামিত নন। ১৫ মিনিটের মধ্যেই রিপোর্ট প্রকাশ্যে এসে যাবে। একটি কোরিয়ান সংস্থা এই কিটটি তৈরি করেছিল।

কোথায় হবে অ্যান্টিজেন টেস্ট

কোথায় হবে অ্যান্টিজেন টেস্ট

আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কন্টেইনমেন্ট জোন এবং হটস্পট এলাকায় এই কিট ব্যবহার করে করোনা পরীক্ষা করা হবে। যাঁদের করোনা উপসর্গ রয়েছে তাঁদের সবার আগে এই কিট ব্যবহার করে করোনা পরীক্ষা করানো কথা বলেছে আইসিএমআর এবং এইমস।

দিল্লিতে গণ করোনা পরীক্ষা

দিল্লিতে গণ করোনা পরীক্ষা

সোমবার সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে গণকরোনা পরীক্ষা করানো হবে। দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশ এবং হরিয়ানা এলাকাতেও হবে এই গণকরোনা পরীক্ষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছে। কারণ দিল্লিতে হু হু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।

সুন্দরবনের ডায়রিয়ার প্রকোপ, রাতের ঘুম কেড়েছে ডেঙ্গিসুন্দরবনের ডায়রিয়ার প্রকোপ, রাতের ঘুম কেড়েছে ডেঙ্গি

English summary
Coronavirus now can detected within 30 minuits with antigen kit permitted by ICMR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X