For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে 'আয়ুর্বেদিক ড্রাগ'! ভারতের কোন রাজ্যে এমন চিকিৎসার উদ্যোগ

করোনা রুখতে 'আয়ুর্বেদিক ড্রাগ'! ভারতের কোন রাজ্যে এমন চিকিৎসার উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

কার্যত চোখের নিমেষে করোনার জেরে মৃতের সংখ্যা ভারতে লাগামছাড়াভাবে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গা হল মহারাষ্ট্র। আর তার পরেই রয়েছে গুজরাত। এই সমস্ত জায়গায় বহুজনই করোনার উপসর্গ না থাকলেও করোনা আক্রান্ত বলে চিহ্নিত হচ্ছেন। এমন অবস্থায় এলো আয়ুর্বেদিক ড্রাগের প্রসঙ্গ।

আয়ুর্বেদিক ড্রাগ দিয়ে সারানোর চেষ্টা!

আয়ুর্বেদিক ড্রাগ দিয়ে সারানোর চেষ্টা!

এবার যে সমস্ত করোনার রোগীর উপসর্গ নেই, তাঁদের আয়ুর্বেদিক ড্রাগ বা ওষুধ দিয়ে করোনা নির্মূলের উদ্যোগ নিচ্ছে গুজরাত সরকার। মোদীরাজ্যে এমন ৭৫ জন করোনা রোগীর দেহে এই ওষুধ দেওয়া হয়েছে। যাঁদের করোনার উপসর্গ নেই তবে করোনা আক্রান্ত তাঁরা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়

রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ানো যায়, তার জন্য বিনামূল্যে বিজেপি শাসিত গুজরাতে ১.২৬ কোটি মানুষকে এমন ড্রাগ দেওয়া হয়েছে। কেন্দ্রের আয়ুষমন্ত্রকের তরফেই এই ড্রাগ দেওয়া হয়েছে।

 কী কী রয়েছে আয়ুর্বেদিক ওষধীতে?

কী কী রয়েছে আয়ুর্বেদিক ওষধীতে?

জানা গিয়েছে কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের তরফে দেওয়া এই আয়ুর্বেদিক ওষুধে রয়েছে নিম, হলুদ, তুলসী সহ একাধিক প্রাকৃতিক উপায়ে প্রান্ত জিনিস। এই ওষুধের নাম 'উকালা অমৃতপে'। দেশের ২২ জন বিশেষজ্ঞ এই ওষুধের পরামর্শ দিয়েছেন। আর এবার এই ওষুধ দিয়েই ভারতে করোনা দমনের চেষ্টা চলছে।

English summary
Coronavirus news update, Gujarat govt tries put ayurvedic drugs on Covid 19 patients.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X