ফের করোনার ঢেউ ধেয়ে আসছে, এবার টার্গেট বাণিজ্যনগরী, প্রস্তুতি শুরু করল উদ্ধব সরকার
থার্ড ওয়েভ চরমে পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতে। এবার টার্গেট মুম্বই। বিজ্ঞানীরা দাবি করেছেন এবার করোনা ভাইরাস সংক্রমণের নতুন ওয়েভ ধেয়ে আসছে। টার্গেট এবার বাণিজ্যনগরী মুম্বই। নিউ ইয়ার ইভে করোনা ভাইরাসের নতুন ওয়েভ আছড়ে পড়বে বাণিজ্যনগরীতে। এমনই মনে করা হচ্ছে। করোনা সংক্রমণ ভারতে আসার পর থেকেই মহারাষ্ট্র ছিল হটস্পট। এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই সর্বাধিক সংক্রমণ হয়ে চলেছে।

মুম্বইয়ে সেকেন্ড ওয়েভ
করোনা সংক্রমণে প্রথম থেকেই শীর্ষ থেকে মুম্বই। কিন্তু গত কয়েকমাসে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মুম্বইয়ের করোনা সংক্রমণ। কিন্তু আর বেশিদিন চিন্তামুক্ত থাকবেন না উদ্ধব ঠাকরে। গণেশ চতুর্থী, দীপাবলি ভালোয় ভালোয় পার করলেও বড়দিনের উৎসব সুখের হবে না। বড়দিন ও নিউ ইয়ার ইভে মুম্বইয়ে আছড়ে পড়বে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা।

তৎপর বিএমসি
করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আগেই তৎপর হয়ে উঠেছে বিএমসি। দীপাবলি কাটতে না কাটতেই বাণিজ্য নগরীরতে তোরজোর শুরু করে দিয়েছেন বিএমসি কর্মীরা। হোটেল রেস্তারাঁগুলি পরিদর্শন শুরু করে গিয়েছেন তাঁরা। করোনা বিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা সেটা দেখা শুরু করে দিয়েছে। শহরের সব হাসপাতালও পরিদর্শন শুরু হয়েছে।

করোনার থার্ড ওয়েভ
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতে। থার্ড ওয়েভ চলছে রাজধানী দিল্লিতে। দৈনিক সংক্রমণ ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রণ নিয়ন্ত্রণে স্থানীয় বাজারগুলি বন্ধের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। যদিও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে না কেজরিওয়াল সরকার।

মাস্ক না পরলে জরিমানা
করোনা নিয়ন্ত্রণে মাস্ক নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। মাস্ক না পরলে মোটা টাকা জরিমানা করার কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে িদল্লি সরকার। মাস্ক না পরে বাইরে বেরোনোর কারণেই সংক্রমণ ছড়াচ্ছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।
প্রকাশ্যে সিন্ডিকেট রাজ, পুলিশি সন্ত্রাস! রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের মমতাকে নিশানা ধনখড়ের