For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার তৃতীয় ঢেউ ক্রমশই উত্তাল হচ্ছে, ২১ শতাংশের উপর বাড়ল নতুন সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউ ক্রমশই উত্তাল হচ্ছে দোশে। ভারতের বুকে ওমিক্রন ভ্যারিয়েন্টে ভর করে করোনার দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছতে চলেছে। শুক্রবারই করোনার দৈনিক সংক্রমণ সাত মাস পর ১ লক্ষের উপরে উঠেছে।

Google Oneindia Bengali News

করোনার তৃতীয় ঢেউ ক্রমশই উত্তাল হচ্ছে দেশে। ভারতের বুকে ওমিক্রন ভ্যারিয়েন্টে ভর করে করোনার দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছতে চলেছে। শুক্রবারই করোনার দৈনিক সংক্রমণ সাত মাস পর ১ লক্ষের উপরে উঠেছে। এদিন আরও বেড়ে দেড় লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন ২১ শতাংশ বাড়ল সংক্রমণ।

করোনার তৃতীয় ঢেউ ক্রমশই উত্তাল হচ্ছে, বাড়ল ২১ শতাংশ

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,৪১,৯৮৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ২১.৩ শতাংশ বেশি। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত।

করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন কোটি। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৫৩,৬৮,৩৭২। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের ৩০৭১। শেষবার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের সীমা ছাড়িয়েছিল ২০২১ সালের ৬ জুন। আবার ২০২২-এর ৭ জানুয়ারি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা পেরিয়ে গেল এক লক্ষ। এদিন প্রায় দেড় লক্ষ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ। এদিন পজিটিভিটি রেট হয়েছে ৯.২৮ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। তবে এদিন দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু কমেছে। এদিন ২৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৩,৪৬৩-তে পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৪০,৮৩৬ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৪৪,১২,৭৪০-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। এদিন যেভাবে লাফিয়ে বাড়ল সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।

করোনায় দিন দশেক আগেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ পৌঁছে গেল প্রায় ১ লক্ষ ৪২ হাজারে। পজিটিভিটি রেট বেড়ে ৯.২৮ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন। দেশে মোট ১৫০ কোটি ৬ লক্ষের বেশি করোনা ভ্যাকসিন হয়েছে।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্র। করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১৮,২১৩। দিল্লিতে ১৭,৩৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ু ৮,৯৮১ জন এবং কর্ণাটকে ৮,৪৪৯ জন আক্রান্ত হয়েছেন।

English summary
Coronavirus new cases increased in India over twenty one percent due to Omicron variant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X