For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ছড়াতে পারে নর্দমার মাধ্যমেও! জনসচেনতা বাড়াতে নতুন গাইডলাইন সরকারের

Google Oneindia Bengali News

দেশে করোনা সংক্রিমতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজারের গণ্ডি। গত কয়েকদিন ধরেই নিয়ম করে গড় ১৫০০ জন করে নতুন করে আক্রান্ত হচ্ছেন এই সংক্রমণে। এই মারণ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা এখন ৬০০ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে দেশের হটস্পটগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য।

সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্টগুলোতে কর্মীদেরকে পিপিই দেওযা হবে

সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্টগুলোতে কর্মীদেরকে পিপিই দেওযা হবে

এই পরিস্থিতিতে দেশে কী ভাবে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে তার উপর নজর রাখছে সব সংস্থাই। এই অবস্থায় নতুন এক তথ্য উঠে এসেছে যাতে বেড়েছে চাঞ্চল্য। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে নর্দমার মাধ্যমেও। এর জেরে এবার সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্টগুলোতে কর্মরত কর্মীদেরকেও দেওয়া হবে পার্সোনাল প্রটোকশন ইকুয়িপমেন্ট।

নর্দমা দিয়ে ছড়াতে পারে করোনা

নর্দমা দিয়ে ছড়াতে পারে করোনা

এদিকে করোনা সংক্রমণের মাত্রা বুঝতে আমেরিকা, সুইডেন, নেদারল্যান্ডে নর্দমার জল পরীক্ষা করেছে বলে জানা গিয়েছে। এবং এতে দেশগুলে বেশ ভালো ফল পেয়েছে বলেও প্রকাশ পেয়েছে রিপোর্টে। নর্দমার জলে করোনা না মিললে ওই বিশেষ এলাকাটি বা এলাকাগুলি সাময়িক বিপন্মুক্ত বলা যেতেইপারে। শিথিল করা যেতেই পারে সেখানে লকডাউন। এমনটাই বলা হচ্ছে।

কী ভাবে নর্দমার মাধ্যমে ছড়াতে পারে করোনা?

কী ভাবে নর্দমার মাধ্যমে ছড়াতে পারে করোনা?

আসলে এক গবেষণায় দেখা গিয়েছে করোনা আক্রান্তদের মল-মূত্রেও করোনা ভাইরাস থেকে যায়। এর জেরে নর্দমার মাধ্যমে তা ছড়িয়ে পড়তে পারে। এই তথ্যের উপর ভিত্তি করেই ভারতের দূষণ নিয়ন্ত্রক বোর্ড নতুন গাইডলাইন প্রকাশ করেছে।

করোনা ঠেকাতে নতুন গাইডলাইনে

করোনা ঠেকাতে নতুন গাইডলাইনে

নতুন গাইডলাইনে বলা হচ্ছে, কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলো থেকে মাস্ক বা গ্লাভস কোনও ভাবেই উন্মুক্ত স্থানে বা ড্রেনে ফেলা যাবে না। তা যথাযথ ভাবে একটি কাগজের প্যাকেটে রাখতে হবে অন্তত ৭২ ঘণ্টার জন্য। এছাড়া বাকি ফেলে দেওয়া বস্তুও একই ভাবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মাস্ক বা গ্লাভস ফেলার আগে তা কেটে ফেলার উপদেশও দেওয়া হয়েছে।

English summary
coronavirus may spread though sewage as pollution control board issues new guidelines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X