For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস মারাত্মক ক্ষতি করতে পারে অগ্নাশয়ের, দাবি চিকিৎসকদের

করোনা ভাইরাস মারাত্মক ক্ষতি করতে পারে অগ্নাশয়ের, দাবি চিকিৎসকদের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণে থেকে সেরে ওঠার পরেও মানুষের শরীরে ছাপ রেখে যাচ্ছে। মস্তিষ্ক থেকে ফুসফুস একাধিক ক্ষেত্রে করোনা ভাইরাস মারাত্মক প্রভাব পড়েছে। এরই মধ্যে আরেকটি তথ্য প্রকাশ্যে এসেছে। অগ্নাশয়েও মারাত্মক প্রভাব তৈরি করেছে করোনা ভাইরাস।

করোনায় মারাত্মক প্রভাব

করোনায় মারাত্মক প্রভাব

করোনা ভাইরাসের সংক্রমণের ফলে একাধিক সংক্রমণের ফলে রোগীর শরীরে তীব্র ক্ষতি করছে করোনা ভাইরাস। মস্তিষ্ক এবং ফুসফুসের তো ক্ষতি করছেই। এছাড়াও আরও অনেক উপসর্গ দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যাচ্ছে রোগীর শরীরে। ফলে করোনা মুক্তির পরেও সংক্রমণের ছাপ রেখে যাচ্ছে ভাইরাস।

অগ্নাশয়ের বিপুল ক্ষতি

অগ্নাশয়ের বিপুল ক্ষতি

সম্প্রতি চিকিৎসকরা জানতে পেরেছেন করোনা ভাইরাস রোগীর অগ্নাশয়ে বিপুল ক্ষতি করছে। চিকিৎসক অতুল ককর জানিয়েছেন, অগ্নাশয়ে মারাত্মক ক্ষতি করছে করোনা ভাইরাস। আক্রান্ত রোগী সেরে ওঠার পরেও অগ্নাশয়ে ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। গলব্লাডারে স্টোন থেকে শুরু করে কোলেস্টেরল বেড়ে যাওয়া সবটাই ঘটছে এই করোনা ভাইরাসের কারণে।

চল্লিশোর্ধ্বোদের ক্ষতি বেশি

চল্লিশোর্ধ্বোদের ক্ষতি বেশি

৪০ বছরের বেশি বয়সের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেই অগ্নাশয়ে বিপুল ক্ষতি করছে। যার কারণেই ডায়রিয়া এবং তলপেটে ব্যাথার মতো উপসর্গ দেখা দিচ্ছে সেরে ওঠা রোগীর। একাধিক রোগীর শরীরে দেখা দিচ্ছে এই উপসর্গ। হজম শক্তি চলে যাচ্ছে তাঁদের।

অগ্নাশয় নিয় সতর্ক করলেন চিকিৎসকরা

অগ্নাশয় নিয় সতর্ক করলেন চিকিৎসকরা

করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীরা যেন তাঁদের খাদ্য এবং পানীয়ের দিকে বেশি খেয়াল রাখে সেটায় নজর দিতে বলেছেন টিকিৎসকরা। ডায়রিয়া এবং তলপেটে ব্যাথার মতোর কোনও উপসর্গ দেখা দিলে যেন তাঁরা সঙ্গে সঙ্গে তার উপয়ুক্ত চিকিৎসা করান সেকথা জানিয়েছেন।

দু-মাস ধৈর্য্য ধরলেই মিলবে টিকা! গবেষণার উপর আস্থা রাখার আর্জি সিরাম অধিকর্তার দু-মাস ধৈর্য্য ধরলেই মিলবে টিকা! গবেষণার উপর আস্থা রাখার আর্জি সিরাম অধিকর্তার

English summary
Coronavirus may effect pancreas in Human body worstly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X