For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ লক্ষের গণ্ডি পার করতেই বদলাচ্ছে দেশের করোনা মানচিত্র! ৫ রাজ্যেই সিংহভাগ আক্রান্তের খোঁজ

২০ লক্ষের গণ্ডি পার করতেই বদলাচ্ছে দেশের করোনা মানচিত্র! ৫ রাজ্যেই সিংহভাগ আক্রান্তের খোঁজ

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পার করেছে। পাশাপাশি মৃতের সংখ্যাও ৪১ হাজার ছাড়িয়েছে। এমতাবস্থায় দেখা যাচ্ছে ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে ৩৮ শতাংশই মূলত ৫টি রাজ্যের বাসিন্দা। সম্প্রতিকালে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহারে করোনার উচ্চ সংক্রমণ হার লক্ষ্য করা গেছে।

ঘুরে দাঁড়াচ্ছে দিল্লি

ঘুরে দাঁড়াচ্ছে দিল্লি

এদিকে ১৯শে জুলাইয়ের আগে ভারতে দশ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পেরনোর সময়েই এই পাঁচ রাজ্য থেকেই প্রায় ১৯ শতাংশ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এদিকে বর্তমানে পরিসংখ্যানে দেখা যাচ্ছে আগের থেকেই অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে রাজধানী দিল্লির। প্রথম দশ লক্ষ করোনা আক্রান্তের ঘরে পৌঁছানোর ক্ষেত্রে দিল্লি থেকেই ১২ শতাংশ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। অন্যদিকে ২০ লক্ষে পৌঁছানোর ক্ষেত্রে পরবর্তী ১০ লক্ষ আক্রান্তের ক্ষেত্রে রাজধানী থেকে এখন মাত্র ৩ শতাংশ করোনা আক্রান্তের খোঁজ মেলে।

প্রথম দশ লক্ষে সিংহভাগ কেসই তিন রাজ্য থেকে

প্রথম দশ লক্ষে সিংহভাগ কেসই তিন রাজ্য থেকে

এই পরিসংখ্যানেই স্পষ্ট বর্তমানে কি ভাবে নিজের গতিপথ বদলে অন্য মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি ছেড়ে অন্য রাজ্য গুলির উপরেও থাবা বসাচ্ছে প্রাণগাতী করোনা। এদিকে ১৬ই জুলাই যখন ভারত ১০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পেরোয় তখন ৫৬ শতাংশ আক্রান্তের খোঁজই এই তিন বড় রাজ্য থেকে মিলেছিল বলে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানেই জানা যায়।

কেমন ছিল প্রথম দশ লক্ষের করোনা মানচিত্র ?

কেমন ছিল প্রথম দশ লক্ষের করোনা মানচিত্র ?

সেই সময় ভারতের প্রথম দশ লক্ষ করোনা আক্রান্তের মধ্যে ২ লক্ষ ৮৪ হাজার ২৮১টি কেসই মহারাষ্ট্র থেকে ধরা পড়েছিল বলে খবর, যা মোট করোনা আক্রান্তের প্রায় ২৮.৩ শতাংশ। অন্যদিকে তামিলনাড়ুতে ১ লক্ষ ৫৬ হাজার ৩৬৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে, যা ভারতের মোট কেসের প্রায় ১৪.৬ শতাংশ। দিল্লিতে সেই সময় ১ লক্ষ ১৮ হাজার ৬৪৫ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে , যা মোট কেসের প্রায় ১১.৮ শতাংশ।

১৬ জুলাইয়ের পর থেকেই অবস্থার পরিবর্তন

১৬ জুলাইয়ের পর থেকেই অবস্থার পরিবর্তন

এদিকে ১৬ই জুলাইয়ের পর থেকেই একটু একটু করে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ঘুরে দাঁড়ায় রাজধানী দিল্লিও। ১০ লক্ষ থেকে ২০ লক্ষ আক্রান্তের সংখ্যায় পৌঁছানোরক ক্ষেত্রে কম আসে দিল্লির সংক্রমণ হার। বর্তমানে শেষ দশ লক্ষ করোনা আক্রান্তের ক্ষেত্রে দিল্লির অবদান মাত্র ২.২ শতাংশ। যদিও করোনার ধাক্কায় এখনও ধুঁকছে মহারাষ্ট্র। একইসাথে অন্ধ্রপ্রদেশেও ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণ। শেষ দশ লক্ষের ১ শতাংশ সংক্রামিতই এই রাজ্যের বাসিন্দা বলে জানা যায়।

ফের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শাসক দলের নেতার, প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষফের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শাসক দলের নেতার, প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ

English summary
coronavirus map of the country is changing just to cross the border of 20 lakhs in 5 states of india 38percent of corona cases are detected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X