For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ মিলিলি বোতলের দাম ১০০০ টাকা, ষোলোগুণ বেশি মূল্যে বিকোচ্ছে হ্যান্ড স্যানিটাইজার

৩০ মিলিলি বোতলের দাম ১০০০ টাকা, ষোলোগুণ বেশি মূল্যে বিকোচ্ছে হ্যান্ড স্যানিটাইজার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে হ্যান্ড স্যানিটাইজারের দাম। এক ধাক্কায় ১৬ গুণ দাম বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের। অনলাইনে ৩০ মিলিলি হ্যান্ড স্যানিটাইজারের ছোট্ট বোতল বিক্রি হচ্ছে ৯৯৯ টাকায়।

১৬গুণ দাম বাড়ল হ্যান্ড স্যানিটাইজারের

১৬গুণ দাম বাড়ল হ্যান্ড স্যানিটাইজারের

করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিশ্বকে। সেই আতঙ্কের সুযোগেই মাস্ক, টয়লেট পেপার থেকে হ্যান্ড স্যানিটাইসার সবেরই দাম চড়েছে। মাস্ক তো পাওয়াই যাচ্ছে না ভারতের অধিকাংশ শহরে। অনলাইনেও দাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৩০ মিলিলি হ্যান্ড স্যানিটাইজারের বোতলের দাম পৌঁছে গিয়েছে ৯৯৯ টাকায়। এই নিয়ে চরম সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বে। বিভ্রান্ত হয়ে পড়ছেন মানুষ। করোনা নিয়ে আতঙ্কে সেই চড়া দামেই হ্যান্ড স্যানিটাইজার কিনছেন তাঁরা। আর এর সুযোগ নিচ্ছে একদল ব্যবসায়ী।

টয়লেট পেপার সংকট

টয়লেট পেপার সংকট

করোনা ভাইরাস সংক্রমণের জেরে টয়লেট পেপারেও সংকট তৈরি হয়েছে। এশিয়ার দেশগুলিতে বিশেষ করে এই সংকট তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া তো মাথাপিছু একটি করে টয়লেট পেপারের রোল বিক্রি করছে। সাংহাই, সিঙ্গাপুর, জাপানে তো সরকারের তরফে টয়লেট পেপার নিয়ে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছে। এই নিয়ে বিবৃতিও জারি করা হয়েছে।

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে ভারতে। কেরলে নতুন করে ৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নিয়ে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৩৯। এর আগে দিল্লি এবং কাশ্মীরেও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার জন্য ৩১ মার্চ পর্যন্ত দিল্লি ও কাশ্মীরের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

English summary
Coronavirus make Hand Sanitizer most costly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X