For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মধ্যেও ভারতে এক দিনেই ১৯৪ আক্রান্ত,কোভিড ১৯ এর শিকার এদেশে মোট কত জন

  • |
Google Oneindia Bengali News

২১ দিনের লকডাউনে এক সপ্তাহও কাটেনি। তারই মধ্য়ে প্রতি ২৪ ঘণ্টাতেই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। ক্রমেই সংকটের মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই ভারতে কতজন আক্রান্ত হয়েছেন তার পরিসংখ্যান প্রকাশ্য়ে এলো।

 এক দিনে করোনা আক্রান্ত ২০০ র কাছাকাছি!

এক দিনে করোনা আক্রান্ত ২০০ র কাছাকাছি!

যে তথ্য প্রকাশ্যে এসেছে , তাতে জানি গিয়েছে যে ভারতে একই দিন ১৯৪ জন আক্রান্ত হয়েছেন। ২৮ মার্চ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এমনই তথ্য উঠে আসে। ফলে, এমন পরিস্থিতিতে লকডাউনের যাবতীয় নিয়ম মেবনে চলা অত্যন্ত আবশ্যিক বলে বার্তা সরকারের।

ভারতে আক্রান্তের মোট সংখ্যা কত?

ভারতে আক্রান্তের মোট সংখ্যা কত?

উল্লেখ্য, ভারতে আপাতত করোনা আক্রান্তের মোট সংখ্যা ৯১৮ জন। যদিও ,এই সংখ্যা লাফিয়ে বেড়ে চলেছে বিশ্বের আক্রান্তের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে। বিশ্বে এই মুহূর্তে ৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।

ভ্যাকসিন পেতে কত দেরি?

ভ্যাকসিন পেতে কত দেরি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসায় সঠিক দেশা পেতে দেরি রয়েছে। এখনও এই রোগের ভ্যাকসিন পেতে ১৬ থেকে ১৮ মাস দেরি হবে বলে খবর।

অর্থনীতিতে বড় ধাক্কা?

অর্থনীতিতে বড় ধাক্কা?

২০০৯ সালের বিশ্বজোড়া আর্থিক দুরবস্থার পরিস্থিতি উস্কে দিচ্ছে করোনা আতঙ্ক। এবিষয়ে হুয়ের তরফে দাবি করা হয়েছে যে, গোটাা বিশ্বই এখন আর্থিক মন্দার শিকার। আর পরিস্থিতি সামলাতে একযোগে লড়াই ছাড়া কোনও উপায় নেই।

English summary
Coronavirus Lockdown update, India reports 194 covid 19 cases in single day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X