For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের জের: নামী মন্দিরের আয়ে ১.৫৮ কোটি টাকার ক্ষতি! তবে অর্থাগম হয়েছে 'অন্য'পথে

লকডাউনের জের: নামী মন্দিরের আয়ে ১.৫৮ কোটি টাকার ক্ষতি! তবে অর্থাগম হয়েছে 'অন্য'পথে

  • |
Google Oneindia Bengali News

তিরুপতি তিরুমালা মন্দিরে লকডাউনের জেরে আয়ের কমতি হয়েছে, আর তার জন্য কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এদিকে, আয়ের ভাণ্ডারে কমতি হওয়ায় দেশের আরও এক মন্দিরে প্রভাব পড়েছে লকডাউনের।

 ১.৫৮ কোটি টাকার ক্ষতি

১.৫৮ কোটি টাকার ক্ষতি

মহারাষ্ট্রের শিরডি সাঁইবাবা মন্দিরে করোনার লকডাউনের জেরে প্রতিদিন ১.৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। গত ১৭ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মন্দির বন্ধের জেরে এই বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয়েছে। তবে মন্দিরে অর্থ এই লকডাউনের সময়েও এসেছে।

 কীভাবে লকডাউনেও মন্দির ট্রাস্টি বোর্ড আয় করেছে?

কীভাবে লকডাউনেও মন্দির ট্রাস্টি বোর্ড আয় করেছে?

লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিন ৬ লাখ টাকা করে আয় করেছে এই মন্দিরের ট্রাস্টি বোর্ড। সাঁইবাবা মন্দিরের দাবি, প্রায় দেড়কোটি টাকার মতো লোকসান হলেও, এই লকডাউনে আয় হয়েছে ২.৫৩ কোটি। কারণ প্রতিদিনিই অনলাইনে এসেছে 'অনুদান'।

 শিরডির সাঁইবাবা মন্দিরের আয়

শিরডির সাঁইবাবা মন্দিরের আয়

শিরডির সাঁইববা মন্দির বার্ষিক ৬০০ কোটি টাকা আয় করে। যা প্রতিদিনের হিসাবে ১.৬৪ কোটির থেকেও বেশি। সেই জায়গায় মন্দিরের ট্রাস্টি বোর্ডের দাবি, প্রতিদিনের হিসাবে ১.৫৮ কোটি টাকার ঘাটতি পড়ছে।

 'অনলাইন দর্শন ' চলছে

'অনলাইন দর্শন ' চলছে

মন্দির কর্তৃপক্ষ বলছে, মন্দিরের দরজা বন্ধ থাকলেও, মন্দির অনলাইনে দর্শন করা যাচ্ছে। প্রতিদিন ৮-৯ জন ভক্ত অনলাইনে এই দর্শন করার সুবিধা পাচ্ছেন। তবে মন্দিরের আশঙ্কা, যদি লকডাউন জুন মাস পর্যন্ত চলে,তাহলে মন্দির ১৫০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি পড়বে।

English summary
Coronavirus Lockdown Impact: Shirdi Sai Baba Mandir incurs loss of Rs 1.58 crores daily,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X