For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা লকডাউনের প্রবল আর্থিক প্রভাব জ্বালানির বাজারে! এপ্রিল ভয়ঙ্কর বার্তা নিয়ে এলো

ভারতে করোনা লকডাউনের প্রবল আর্থিক প্রভাব জ্বালানির বাজারে! এপ্রিল ভয়ঙ্কর বার্তা নিয়ে এলো

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের বিপুল প্রভাব পড়ছে অর্থনীতির ক্ষেত্রে। করোনার জেরে ২১ দিনের লকডাউনে কার্যত ধরাশায়ী গোটা দেশের অর্থনীতি। এরপর আসন্ন ১৯ দিনের লকডাউন। সেই সময় পরিস্থিতি কোনদিকে গিয়ে ঠেকে তা নিয়ে আশঙ্কায় রয়েছে বণিজ্যিক মহল। এরইমধ্যে দেশের জ্বালানির বাজারে তুমুল প্রভাব ফেলেছে লকডাউন।

৫০ শতাংশ কমেছে চাহিদা!

৫০ শতাংশ কমেছে চাহিদা!

ভারতে জ্বালানির বাজারে ৫০ শতাংশ কমেছে চাহিদা। এপ্রিলের লকডাউনের জেরে এই পরিসংখ্যান রীতিমতো আতঙ্কিত করছে দেশের বণিকমহলকে। ভারতে এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে গ্যাসঅয়েল এর বিক্রি ৬১ শতাংশ কমেছে। গ্যাসোলিন ডেট ফুয়েলের বিক্রি কমেছে ৬৪ ও ৯৪ শতাংশ যথাক্রমে।

বেড়েছে এলপিজির বিক্রি

বেড়েছে এলপিজির বিক্রি

ভারতে এলপিজি গ্যাসের সিলিন্ডারের বিক্রি বাড়তে শুরু করেছে বলে খবর। এপ্রিলে তা লকডাউনের মধ্যে ২১ শতাংশ বেড়েছে বলে খবর। মনে করা হচ্ছে প্যানিক বাইং এর জেরে লকডাউনে ২১ শতাংশ বেড়েছে গ্যাস সিলিন্ডারের বিক্রি। অন্যদিকে, রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় ও বিমান চলাতল বন্ধ থাকায় জ্বালানির বিক্রিও কমছে।

ভারতের বাজারে চাহিদা কমের দিকে

ভারতের বাজারে চাহিদা কমের দিকে

এদিকে, ভারতের বাজারে ক্রমাগত চাহিদা কমতে শুরু করেছে গ্যাসোলিন ও বাকি জ্বালানির। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে, ভারতে জ্বালানি তেলের চাহিদা, মার্চের ২.৪ শতাংশ বৃদ্ধির হার (আশা করা হয়েছিল) থেকে ৫.৬ শতাংশ কমবে ২০২০ সালে । গ্যাসোলিনে কমবে ৯ শতাংশ চাহিদা ডিজেলে কমবে ৬ .১ শতাংশ চাহিদা।

বিমানের টিকিট বুকিং নিয়ে বড়সড় নির্দেশ কেন্দ্রের! লকডাউনের মধ্যে এলো কোন বার্তা বিমানের টিকিট বুকিং নিয়ে বড়সড় নির্দেশ কেন্দ্রের! লকডাউনের মধ্যে এলো কোন বার্তা

English summary
Coronavirus lockdown impact: Fuel demand drops 50% in first half of April.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X