For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ মে-র পর থেকেই ট্রেন-বিমান চালু নাও হতে পারে! লকডাউনের পর কোন 'তারিখ' নিয়ে ভাবনা শুরু

  • |
Google Oneindia Bengali News

এয়ার ইন্ডিয়া জানিয়ে দিয়েছে তারা ৪ মে থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবায় বুকিং খুলে দিতে চলেছে। তবে আন্তর্জাতিক বিমান পরিবহণ ৩ মে-র পরপরই শুরু করা হবে না। এদিকে, দেশের একাধিক জায়গায় আটকে পড়া মানুষ ঘরে ফেরার জন্য বুক বাঁধতে শুরু করেছেন লকডাউন উঠে যাওয়ার পর থেকে। এমন পরিস্থিতিতে লকডাউন উঠে গেলেও ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে উঠছে বেশ কিছু জল্পনা।

৩ মে-র পরও চলতে পারে ট্রেন-বিমানে 'লকডাউন'!

৩ মে-র পরও চলতে পারে ট্রেন-বিমানে 'লকডাউন'!

শনিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ট্রেন ও বিমান পরিষেবা চালু করা নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে খবর। দেশকে করোনা মুক্ত করতে একাধিক পদক্ষেপ নেওয়া নিয়ে আলোচনা হয়। সেখানে ৩ মে পর্যন্ত লকডাউনের পরও ট্রেন ও বিমান পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে বহু আলোচনা হয়েছে।

 কোন তারিখের দিকে তাকিয়ে কেন্দ্র?

কোন তারিখের দিকে তাকিয়ে কেন্দ্র?

জানা গিয়েছে, শনিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে লকডাউনের ৪০ দিনের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। ফলে ৩ মে লকডাউনের দ্বিতীয় পর্যায় শেষ হলেই যে ট্রেন ও বিমানকে ছাড় দেওয়া হবে, তা নয়। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত এই দুই পরিষেবাকে আবারও স্থগিত রাখা হতে পারে দেশে। ফলে ১৫ মের পর থেকে ট্রেন ও বিমান পরিষেবা চালু হওয়ার আভাস উঠে আসছে।

 দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিচার বিবেচনা

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিচার বিবেচনা

উল্লেখ্য, করোনা ইস্যুতে দেশরে সামগ্রিক পরিস্থিত কেমন থাকে ,তা নিয়ে বিচার বিবেচনা করার পরই ট্রেন ও বিমান পরিষেবা আরও বাড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা হতে পারে।

 বিমান পরিষেবা ধুঁকতে চলেছে..!

বিমান পরিষেবা ধুঁকতে চলেছে..!

তবে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক জানিয়েছে, দেশের বিমান সংস্থাগুলি এই অচলাবস্থার জন্য ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে সেদিক থেকে সমস্যা বাড়বে। অন্যদিকে, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালু করা যেতে পারে সেই সময়।বলে পরামর্শ এসেছে বৈঠকে।

English summary
Coronavirus Lockdown, Flights, trains unlikely to begin on May 3, GoM looks at May 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X