For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের জন্য দেশে করোনার বলি হওয়া থেকে বেঁচেছে ৭৮ হাজার ! কোভিড ১৯ সংক্রমণ রুখতে সমর্থ কেন্দ্র

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ আপডেট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪৮ হাজার জন। মৃত্যু হয়েছে ৩৭২৬ জনের। তথ্য বলছে, করোনায় দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ। ১৩৫ কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ।

করোনা সংক্রণের হার বাকি বিশ্বের তুলনায় অনেক কম ভারতে

করোনা সংক্রণের হার বাকি বিশ্বের তুলনায় অনেক কম ভারতে

শতাংশের নিরিখে দেশে করোনা সংক্রণের হার বাকি বিশ্বের তুলনায় অনেক কম। কেন্দ্রের দাবি, এই সংক্রমণের হার কম হওয়ার মূল কারণে রয়েছে লকডাউন। কেন্দ্র দাবি করছে দেশে সেই সময় লকডাউন জারি না করা হলে বর্তমানে ভারতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারত ৩৮ হাজার থেকে ৭৮ হাজেরের মতো।

লকডাউন না হলে ২৯ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হত!

লকডাউন না হলে ২৯ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হত!

সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এক সমীক্ষা চালানো হয় তাতেই উঠে আসে এই সংখ্যা। এরপর এই নিয়ে রিপোর্ট প্রকাশ করা হল শুক্রবার। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, লকডাউন জারি না থাকলে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারত ১৪ থেকে ২৯ লক্ষের মাঝামাঝিতে।

দেশে মোট আক্রান্ত ১ লক্ষ ২৪ হাজার ৭৯৪ জন

দেশে মোট আক্রান্ত ১ লক্ষ ২৪ হাজার ৭৯৪ জন

তবে এত কিছু রিপোর্টে প্রকাশ করা হলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন৷ গত ২৪ ঘন্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার৷ মোট আক্রান্ত ১ লক্ষ ২৪ হাজার ৭৯৪ জন৷ দুই দিনে দেশে প্রায় ১২ হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৭২৬৷

রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার

রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার

রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩৩২ জন৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৬৫ জন৷ দেশে আক্রান্তের পরিসংখ্যানে এখনও শীর্ষে মহারাষ্ট্র৷ সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫২৮৷ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৫০০ জন৷ এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৭৫৩ জন৷ গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭৩৷

ব্যপক হারে করোনা পরীক্ষণ চলছে

ব্যপক হারে করোনা পরীক্ষণ চলছে

আইএসমিআর-র তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১ লাখ ৩ হাজার ৫৩২টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ২৬ লাখ ১৫ হাজার ৯২০ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে৷

<strong>আম্ফান তাণ্ডবে স্তম্ভিত বিশ্ব, বাংলাকে সাহায্য করতে ৫ লক্ষ ইউরো দেওয়ার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের</strong>আম্ফান তাণ্ডবে স্তম্ভিত বিশ্ব, বাংলাকে সাহায্য করতে ৫ লক্ষ ইউরো দেওয়ার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

English summary
coronavirus lockdown averted death of 78 thousand people in india says ISI study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X