For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন ৫:‌ আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে করোনা লকডাউন, এমনই ইঙ্গিত মোদী-শাহের বৈঠকে

লকডাউন ৫:‌ আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে করোনা লকডাউন, এমনই ইঙ্গিত মোদী-শাহের বৈঠকে

Google Oneindia Bengali News

আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে গোটা দেশে লকডাউন। মোদী-শাহের বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে ১৪ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন জারি করা হবে। রবিবার অর্থাৎ ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। তবে পঞ্চম দফার লকডাউন জারি হলে নতুন করে গাইডলাইন ইস্যু করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বাড়ছে লকডাউন

বাড়ছে লকডাউন

আরও ২ সপ্তাহ লকডাউন বৃদ্ধি হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে ১৪ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন জারি করা হবে গোটা দেশে। তার জন্য নতুন করে গাইডলাইন প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার কথা ৩১ মে।

লকডাউন বৃদ্ধিতেই পাল্লাভারি

লকডাউন বৃদ্ধিতেই পাল্লাভারি

এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবরা লকডাউন বৃদ্ধি নিয়ে বৈঠক করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরদের সঙ্গে কথা বলেছেন। তাতে অধিকাংশ রাজ্যই লকডাউন বৃদ্ধির পক্ষে মত দিয়েছে। পশ্চিমবঙ্গও লকডাউন বৃদ্ধির দিকেই মত দিয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রীও লকডাউন বৃদ্ধির পক্ষেই মত দিয়েছেন।

লোকাল ট্রেন-মেট্রোয় না

লোকাল ট্রেন-মেট্রোয় না

পশ্চিমবঙ্গ সরকার এখনও লোকাল ট্রেন এবং মেট্রো রেল চালানোর ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। রেলমন্ত্রকও এই নিয়ে আলাপ আলোচনা করছে। কীভাবে লোকাল ট্রেন পরিষেবা চালানো যায় এই নিয়ে দফায় দফায় বিভিন্ন বিশেজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। তবে পঞ্চম দফার লকডাউনে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু হবে না বলেই মনে করা হচ্ছে।

দেশ বাড়ছে সংক্রমণ

দেশ বাড়ছে সংক্রমণ

করোনা পরিস্থিিত ক্রমশ খারাপ হচ্ছে ভারতে। মৃত্যুর হারে চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। বিশ্বের করোনা সংক্রামিত েদশ গুলির প্রথম দশে উঠে এসেছে ভারত। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় বিভিন্ন গ্রিন জোেন করোনা সংক্রমণ দেখা দিয়েছে।

হেভিওয়েট বিধায়ক কি তবে বিজেপির পথে! লকডাউনের মধ্যেই রাজনৈতিক মহলে জল্পনাহেভিওয়েট বিধায়ক কি তবে বিজেপির পথে! লকডাউনের মধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা

English summary
Coronavirus lockdown 5 may be imposed for 2 weeks in india,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X