For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভরতাই একমাত্র পথ, করোনা পরিস্থিতি শিখিয়েছে দেশকে, নতুন দিশার নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

করোনা মহামারি আর তার জেরে দীর্ঘ লকডাউন। গোটা বিশ্বের থমকে যাওয়া অর্থনীতি একটাই শিক্ষা দিয়েছে ভারতকে।

Google Oneindia Bengali News

করোনা মহামারি আর তার জেরে দীর্ঘ লকডাউন। গোটা বিশ্বের থমকে যাওয়া অর্থনীতি একটাই শিক্ষা দিয়েছে ভারতকে। সেটা আত্মনির্ভরতা। সব দিক থেকে আত্মনির্ভর হয়ে উঠতে হবে ভারতকে। তবেই এই ধরনের কঠিন পরিস্থিতির অনায়ায়ে মোকাবিলা করা সম্ভব হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে সেই আত্মনির্ভরতার পথনির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 আত্মনির্ভরতাই একমাত্র পথ

আত্মনির্ভরতাই একমাত্র পথ

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি প্রায় থমকে যেতে বসেছে। তলানিতে এসে ঠেকেছে দেশের আর্থিক বৃদ্ধি। তারপরেও করোনা বিধ্বস্ত একাধিক দেশকে ওষুধ এবং পিপিই পাঠিয়েছে ভারত। এই পরিস্থিতি একটাই শিক্ষা দিয়েছে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। কোনও কিছুর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হলে চলবে না। সব দিক থেকে নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। সেই লক্ষ্যেই এবার এগোবে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 সাপ্লাইচেন ভূমিকা নেবে

সাপ্লাইচেন ভূমিকা নেবে

দেশের এই সংকটজনক পরিস্থিততে যখন কোনও পরিবহণ চলছিল না তখন সাপ্লাই চেন অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। কাজেই এখন এই সাপ্লাইচেন অক্ষুন্ন রাখা এবং তাকে আরও শক্তিশালী করে তোলার দিকেই নজর দেবে ভারত। শুধু লোকাল সাপ্লাইচেন নয় গ্লোবাল সাপ্লাইচেনও চাঙ্গা করতে ভারতে সক্রিয় হতে হবে। সেটাই হবে স্বনির্ভরতার পথে এগোনোর প্রথম ধাপ। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 লোকালের জন্য ভোকাল

লোকালের জন্য ভোকাল

স্থানীয় ব্র্যান্ডের প্রচারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। বেশি করে স্থানীয় ব্র্যান্ডের জিনিস কেনার অনুরোধ করেছেন। তাতে সেটা আন্তর্জািতক স্তরে পৌঁছে যায়। এতে লাভ হবে দেশেরই। কারণ স্থানীয় জিনিস যদি আন্তর্জাতিক বাজারে বিক্রি হতে শুরু করে তাহলে তার লাভ পাবেন দেশবাসী। সেকারণে বেশি করে খাদি এবং হ্যান্ডলুম সামগ্রি কেনার অনুরোধ করেছেন িতনি।

ওষুধ রপ্তানি

ওষুধ রপ্তানি

করোনা আবহে একাধিক দেশকে ওষুধ পাঠিয়েছে ভারত। করোনা চিকিৎসায় অত্যন্ত জরুরি হাইড্রোক্লোরোকুইনের মত ওষুধ আক্রান্ত দেশগুলিতে পাঠিয়ে মানবিকতার নজির গড়েছে ভারত। আমেরিকা, ব্রাজিল, মালয়েশিয়াকেও এই ওষুধ পাঠিয়েছে ভারত। করোনা মোকাবিলায় আত্মকেন্দ্রীক না হয়ে মানুেষর কল্যাণে কাজ করেছে ভারত।

English summary
coronavirus lockdown 4.0:PM Modi gets vocal for aatmanirbhar bharat abhiyan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X