For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন বাড়ার প্রথম ইঙ্গিত? ৩১ এপ্রিল পর্যন্ত ১৪৪ ধারা জারি এই শহরে!

Google Oneindia Bengali News

প্রথমে জনতা কার্ফু, এরপর এখন দেশ জুড়ে চলছে ২১ দিনের লক ডাউন যা চলবে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত। কিন্তু লক ডাউন জারি করার পরও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অমান্য করছেন সকলে এই নির্দেশ। ভারতে করোনা সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে গিয়েছে। সৌজন্য দিল্লির মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ।

১০,০০০ মানুষের আক্রান্ত হবে ৬ দিনে!

১০,০০০ মানুষের আক্রান্ত হবে ৬ দিনে!

দেশে করোনা সংক্রমণের এই প্রবণতা অব্যহত থাকলে আগামী ৬ দিনের মধ্যে এই মারণ ভাইরাসে দেশের ১০,০০০ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আগামী ১৪ তারিখ কী উঠবে লকডাউন? বিভিন্ন মহলে উঠেছে এই প্রশ্ন।

নয়ডায় বাড়ল ১৪৪ ধারার সীমা

নয়ডায় বাড়ল ১৪৪ ধারার সীমা

সেই প্রশ্নের জবাব না পেলেও দেশের কয়োকটি হটস্পটে যে করোনার জেরে লকডাউন বাড়বে তা জানা যায় সূত্র মারফত। সেই মতোই নয়ডাতে ৩১ এপ্রিল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হল।

এখনও অসেচতন মানুষ

এখনও অসেচতন মানুষ

লক ডাউন জারি করার পরও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অমান্য করছেন সকলে এই নির্দেশ। সেই কারণে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। অবশেষে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যার মেয়াদ আবার বাড়ানো হল। এই ধারা অনুযায়ী কোনও জায়গায় একসাথে ৪ জনের বেশী মানুষকে দেখা গেলে গ্রেফতার করবে পুলিশ।

বাজে অবস্থা দেশের

বাজে অবস্থা দেশের

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনাতে আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ইতিমধ্যেই মোট ৭৪৮ জন সংক্রামিত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যায় এরপর রয়েছে কেরল (৩১৪), তেলেঙ্গানা (২৭২), উত্তরপ্রদেশ (২৭৬), অন্ধ্রপ্রদেশ (২৫২) এবং রাজস্থান (২১০)। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর পরেই রয়েছে মধ্যপ্রদেশ (১৩), গুজরাত (১১) ও তেলেঙ্গানা (১১)।

English summary
coronavirus lockdown, 144 imposition in noida extended till 31 april
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X