For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংকটকালে 'মমতা দিদি'র ডাকে সাড়া কেজরির! দিল্লি থেকে এলো আশ্বাসবাণী

করোনার সংকটকালে 'মমতা দিদি'র ডাকে সাড়া কেজরির! দিল্লি থেকে এলো আশ্বাসবাণী

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘণ্টাও কাটেনি! মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ১৮ টি এলাকার মুখ্যমন্ত্রীদের কাছে চিটি পাঠিয়েছিলেন , যাতে সেখানে লকডাউনের জেরে আটকে পড়া বাঙালিদের দেখভাল করা হয়। সেখানে রাজ্যের যে সমস্ত বাসিন্দারা আটকে রয়েছেন তাঁরা যেন থাকা , খাওয়ার জায়গা টুকু পান এই সংকটে। আর তাতেই সাড়া দিলেন কেজরিওয়াল। মমতা দিদির উদ্দেশে এলো আশ্বাসবাণী।

কেজরিওয়ালের বার্তা

কেজরিওয়ালের বার্তা

এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ক'টা তথ্য দেখছি, যেখানে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ও বাংলা থেকে মমতা দিদি বলেছেন ,তাঁদের রাজ্যের বাসিন্দাদের (যাঁরা রয়েছেন এখানে) খেয়াল রাখতে...'। এভাবেই এদিন সাংবাদিক সম্মেলনে বার্তা দেন কেজরিওয়াল। এরপরই আসে তাঁর আশ্বাসবাণী।

কেজরির আশ্বাস

কেজরির আশ্বাস

তিনি সাফ ভাষায় জানিয়ে দেন ' যাঁরা দিল্লির সীমানার মধ্যে রয়েছেন তাঁদের খেয়াল রাখা হচ্ছে। ওঁদের দায়িত্ব আমাদের। তাঁরা ঝাড়খন্ড , কেরল, তামিলনাড়ু থেকে আসতে পারেন, তবে ওঁরা দিল্লির বাসিন্দা। .. ' উল্লেখ্য, দিল্লিতে থাকা একাধিক শ্রমিকদের নিয়ে এমনই বার্তা মমতাকে দিয়েছেন কেজরিওয়াল। বাংলা থেকে একাধিক মানুষ রাজধানী দিল্লিতে কাজ করেন। যাঁরা লকডাউনে আটকে পড়েছেন।

এর আগে মমতা কোন বার্তা দেন

এর আগে মমতা কোন বার্তা দেন

দেশের ১৮ টি রাজ্যে যেখানে বাংলার মানুষ আটকে পড়েছেন অসহায় অবস্থায় , সেই সমস্ত এলাকার মুখ্যমন্ত্রীদে চিঠি পাঠান মমতা। চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের আটকে পড়া বাসিন্দাদের সাহায্যের জন্য আর্জি জানিয়েছিলেন। যার প্রেক্ষিতে এদিন বার্তা দেন কেজরিওয়াল।

 কোন কোন রাজ্যে চিঠি গিয়েছিল?

কোন কোন রাজ্যে চিঠি গিয়েছিল?

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ,অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগডজ়,গুজরাত, গোয়া বিহার, রাজস্থান, ঝাড়খন্ড দিল্লি, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠান মমতা। এছাড়াও কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলাঙ্গানা, ওড়িশা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকেও বার্তা দেন মমতা।

English summary
Coronavirus,Kejriwal to Mamata Banerjee, Hemant Soren on migrants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X