• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা ক্ষতি করে শরীরের প্রতিটি অঙ্গের! এইমস-এর গবেষণায় উঠে এল আরও আশঙ্কাজনক তথ্য

সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত জিনগত পরিবর্তন ঘটাচ্ছে নোভেল করোনা ভাইরাস। আর তার গতিপ্রকৃতি জানতে বিজ্ঞানীরাও গবেষণায় মজে রয়েছেন। সেইরকমই এক গবেষণার ফল চলতি সপ্তাহে প্রকাশ্যে আশে ন্যাশনাল ক্লিনিকাল গ্রাউন্ড রাউন্ডস আলোচনায়। তাতে বলা হচ্ছে করোনা শুধুমাত্র কোনও শ্বাস প্রশ্বাস জনিত অসুখ নয়।

করোনা মানব দেহের প্রতিটি অংশের ক্ষতি করে

করোনা মানব দেহের প্রতিটি অংশের ক্ষতি করে

অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের গবেষকদের দাবি, শুধু ফুসফুস নয়, করোনা মানব দেহের প্রতিটি অংশের বা অঙ্গের নীরবে ক্ষতি করতে পারে। সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে এইমসের গবেষকরা দাবি করেন, হৃদরোগ সংক্রান্ত সমস্যাও তৈরি করতে পারে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে। নীতি আয়োগের উদ্যোগে ন্যাশনাল ক্লিনিক্যাল গ্রান্ড রাউন্ডে এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলে।

প্রতিদিনই কিছু না কিছু নতুন উপসর্গ ধরা পড়ছে

প্রতিদিনই কিছু না কিছু নতুন উপসর্গ ধরা পড়ছে

রিপোর্ট অনুযায়ী মৃদু, মাঝারি ও জটিল, যে ধরণেরই করোনা পরিস্থিতি হোক না কেন, তাতে শরীরের যেকোনও অংশেই বড় মাপের ক্ষতিসাধন করতে পারে করোনা। ক্রমেই করোনা নিজের চরিত্র বদলাচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু নতুন উপসর্গ ধরা পড়ছে।

বিরাট আকার ধারণ করছে করোনা

বিরাট আকার ধারণ করছে করোনা

চিকিৎসকরা জানাচ্ছেন, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম উপসর্গ চোখে পড়ছে। প্রথমে ভাইরাল নিউমোনিয়া ভাবা হয়েছিল একে। পরে তা বিরাট আকার ধারণ করে। দেহের অনেক অংশেই প্রভাব ফেলছে করোনা ও তা দীর্ঘস্থায়ীও হতে পারে। চিকিৎসকরা বলছেন, এই প্রবণতা বেশিরভাগ রোগীর মধ্যেই দেখা যাচ্ছে। তাই ক্লিনিক্যাল টেস্ট দরকার।

কীভাবে করোনা প্রভাব ফেলে শরীরে

কীভাবে করোনা প্রভাব ফেলে শরীরে

এসিই-২ রেসপিরেটরসের মাধ্যমে এই ভাইরাস কোষগুলিতে পৌঁছচ্ছে। নাসারন্ধ্র ও ফুসফুসে এই এসিই-২র উপস্থিতি আশঙ্কা বাড়াচ্ছে। এসিই-২ শরীরে আর যে যে অঙ্গে বিদ্যমান, সেখানেই করোনা ছড়াতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। ফলে সেইসব অংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।

English summary
Coronavirus is not just a respiratory disease may affect all body parts say AIIMS researcher
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X