For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌পশু–পাখি থেকে করোনা ভাইরাস হয়না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর

‌পশু–পাখি থেকে করোনা ভাইরাস হয়না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস প্রাণীদের ওপর প্রভাব ফেলে না এবং প্রাণীদের থেকে এই রোগও হয় না। জানালেন বিজেপি সাংসদ ও পশু অধিকার কর্মী মেনকা গান্ধী। তিনি সংশ্লীষ্ট মন্ত্রককে এ বিষয়ে ভুয়ো বিজ্ঞাপন দেওয়া থেকেও বিরত থাকতে বলেন।

‌পশু–পাখি থেকে করোনা ভাইরাস হয়না, বন্ধ করুন ভুয়ো বিজ্ঞাপন, মন্তব্য মানেকা গান্ধীর


মেনকা গান্ধী বলেন, '‌সরকারি বিভিন্ন দপ্তর ও জীবন বীমা সংস্থাগুলি করোনা ভাইরাস নিয়ে এমন কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে যা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে। এবিষয়টি আমার নজরে এসেছে এবং একশোটিরও বেশি অভিযোগ পেয়েছি। জীবন্ত প্রাণী থেকে করোনা ভাইরাস হয় না। এটা পুরোপুরি ভুল ও ভ্রান্ত ধারণা।’‌ তিনি আরও বলেন, '‌দেশের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে পশুদের করোনা ভাইরাস হয় না এবং তাদের মধ্য দিয়ে তা ছড়াতেও পারে না। তাই আমি বৈদ্যুতিন মন্ত্রক, জীবন বীমা সংস্থা ও রেল মন্ত্রককে বলতে চাই যে ভুয়ো বিজ্ঞাপন এ বিষয়ে দেবেন না। বিজ্ঞাপনে বলা হচ্ছে কোনও জ্যান্ত প্রাণীর কাছে যাবেন না। এটা দেশে অন্য ধরনের সংকট সৃষ্টি করবে।’‌

দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭৫ দাঁড়িয়েছে। গত বছরের শেষের দিকে চিনের উহান শহর থেকে প্রথম এই রোগের সূচনা হয়। ১০০টি দেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,২০,০০০ জন। এই জীবাণুকে দমন করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে ঢোকার সব ভিসা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই হু এই রোগকে বিশ্বব্যাপী মহামারির তকমা দিয়েছে।

মোহনবাগানের আইলিগ জয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, প্রশান্ত কিশোরকে আক্রমণ দিলীপেরমোহনবাগানের আইলিগ জয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, প্রশান্ত কিশোরকে আক্রমণ দিলীপের

English summary
coronavirus is not from the birds animals stop fake add react maneka gandhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X