For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ দিনে আড়াইগুণ বাড়ল দেশের করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ

৪ দিনে আড়াইগুণ বাড়ল দেশের করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ

Google Oneindia Bengali News

গত দিনে প্রায় দ্বিগুণ বাড়ল দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৬,৭৬৪ জন। মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ৬,৩৫৮ জন। বুধবার সেটা বেড়ে হয় ৯,১৯৫। বৃহস্পতিবার হয়েছিল ১৩, ১৫৪ জন। চার দিনের মধ্যে ১৫ হাজারের গোন্ডি ছাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ

ঠিক একই ভাবে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। সেখানেও আক্রান্তের সংখ্যা এক লাফে হাজারে পৌঁছে গিয়েছে। প্রতিদিনই একাধিক রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ সব রাজ্যেই বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে একদিনে ৫০ শতাংশের বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। একদিনে মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৫,৩৬৮ জন। মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৪ জন।

রাজধানী দিল্লিতেও করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। শুক্রবার রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ এক ধাক্কায় বেড়ে হয়েছে ১,৭৯৬। ২২ মে-র পর এই প্রথম একদিনে এতজন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। রেকর্ড হারে বাড়ছে দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ।

দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিনে ৩ হাজারের বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণে কলকাতা শহরে মাইক্রো কন্টেনমেন্ট জোন করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। ৩ জানুয়ারি থেকে গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে করোনা বিধি জারি করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

২ ডিসেম্বর প্রথম ভারতে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছিল। তারপরে ১৫ দিনের মধ্যে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০-তে পৌঁছে গিয়েছে। ২১ ডিসেম্বরের মধ্যে সেটা ২০০তে পৌঁছে যায়। ২৫ ডিসম্বরের মধ্যে সেটা পৌঁছে যায় ৩৫০-তে। তার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ১ জানুয়ারি প্রায় দেড় হাজারে পৌঁছে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ

English summary
Coronavirus latest update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X