For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙল ১২৯ দিনের রেকর্ড, মুম্বই সহ গোটা মহারাষ্ট্রেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা

ভাঙল ১২৯ দিনের রেকর্ড, মুম্বই সহ গোটা মহারাষ্ট্রেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে ভোটের আবগেই গোটা দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে করোনা উদ্বেগ। সবথেকে বেশি মাথা ব্যাথার কারণ হচ্ছে মহারাষ্ট্র। এমনকী দৈনিক সংক্রমণের নিরিখেও রোজই নিত্য-নতুন রেকর্ড করে চলেছে উদ্ধবের রাজ্য। এমনকী ভেঙে গিয়েছে বিগত ১২৯ দিনের রেকর্ডও। এতাবস্থায় করোনা ঠেকাতে কার্যত দিশেহারা মহারাষ্ট্র সরকার।

ভেঙেছে বিগত তিন মাসের রেকর্ড

ভেঙেছে বিগত তিন মাসের রেকর্ড

এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে বুধবার মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮০৭। যা বিগত ১২৯ দিনের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮০ জনের। যা ২৪ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ বলেই মনে করা হচ্ছে। কারণ ওই দিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৮৯। আর চিত্র দেখেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে।

 মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ

এদিকে এই পরিসংখ্যানের সাথে সাথে বর্তমানে গোটা মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ২১ হাজার ১১৯। মারা গিয়েছেন ৫১ হাজার ৯৩৭ জন। অন্যদিকে মহারাষ্ট্রের প্রাণকেন্দ্র তথা বাণিজ্যনগরী মুম্বইয়েও একটানা সংক্রমণ বৃদ্ধি দেখা যাচ্ছে। এমনকী দৈনিক সংক্রমণের নিরিখেও ভেঙেছে বিগত ৩ মাসের রেকর্ড। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

 ভয় ধরাচ্ছে মুম্বই

ভয় ধরাচ্ছে মুম্বই

পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন। যা বিগত ১১৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে শেষ অক্টোবর মাসের ২৮ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৪। অন্যদিকে এই ক্ষেত্রে আরও একটি পরিসংখ্যান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। গতকালই ভেঙেছে নভেম্বরের রেকর্ডও। কারণ গত নভেম্বরের ২৮ তারিখ শেষবার মুম্বইয়ে ১ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছিল।

স্বস্তি মৃত্যুহারে

স্বস্তি মৃত্যুহারে

ওই দিন গোটা শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৩ জন। এবার সেই রেকর্ডও ভেঙে গেল ফেব্রুয়ারির ২৪ তারিখ। অন্যদিকে শুধুমাত্র আক্রান্তের সংখ্যা নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে জানুয়ারির আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যার অনুপাতে বর্তমান মৃত্যুহার অনেকটাই কম বলে জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকেরা। এদিকে নয়া সংক্রমণ ঠেকাতে বরাবরই করোনা বিধি মেনে চলার উপরেই জোর দিয়ে আসছে সরকার।

মমতা প্রশাসনের পদক্ষেপ নিয়ে ফুঁসছে মিম, আসাদের সভা বাতিল হতেই কীসের ইঙ্গিতমমতা প্রশাসনের পদক্ষেপ নিয়ে ফুঁসছে মিম, আসাদের সভা বাতিল হতেই কীসের ইঙ্গিত

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি

English summary
coronavirus infection in maharashtra is on the rise again breaking 3 month record in terms of daily infections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X