৯১ লক্ষ পার করল দেশের করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় ফের বৃদ্ধি
ফের উর্ধ্বমুখী ভারতের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪৪,০৫৯ হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯১,৩৯,৮৬৬। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫১১ জন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই রাজ্যবাসীকে সতর্ক করেছেন এই নিয়ে। সুনামির মতো আছড়ে পড়বে পরবর্তি করোনা সংক্রমণ এমনই উদ্বেগের কথা জানিয়ে রাজ্যবাসীকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন উদ্ধব ঠাকরে।


৯১ লক্ষ পার
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৯১ লক্ষ পার করল দেশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪,০৫৯ জন। করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫১১ জন। দেশে মোট করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েেছ ৪,৪৩,৪৮৬ জন। করোনা সংক্রমণ আরও বাড়বে শীতে এমনই জানিয়েছেন গবেষকরা।

করোনায় বিপর্যস্ত দিল্লি
করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত রাজধানী দিল্লি। শারিরীক দূরত্ব বিধি না মানা এবং মাস্ক না পরাই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে রাজধানী দিল্লিতে। থার্ড ওয়েভ চলছে রাজধানী দিল্লিতে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সংক্রমণ রুখতে নতুন করে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। তার সঙ্গে দিল্লির বায়ুদূষণের কারণেও করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে

মহারাষ্ট্রে সেকেন্ড ওয়েভ শুরু হতে চলেছে
রাজধানী দিল্লির পর এবার করোনা ধাক্কা আসতে চলেছে বাণিজ্য নগরী মুম্বইয়ে। হু হু করে বাড়বে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে সেকেন্ড ওয়েভ আসার সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীকে এই নিয়ে সচেতন করেছেন। করোনা সংক্রমণ রাজ্যে মারাত্মক আকার নিেত চলেছে বলে জানিয়েছেন তিনি। অনেকটা সুনামির মতোই করোনা ভাইরাসের সংক্রমণ মুম্বইয়ে আছড়ে পড়তে চলেছে বলে সতর্ক করেছেন তিনি।

করোনা ভ্যাকসিন পরীক্ষা
ভারতের তৈরি কোভ্যাকসিনের ট্রায়াল আর ২ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি দাবি করেছেন জানুয়ারি মাসের মধ্যেই দেশবাসী করোনা ভাইরাসের ভ্যাকসিন হাতে পাবেন। এই নিয়ে আগামীকাল ফের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে।