For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাডুতে করোনায় আক্রান্ত ৪১১ জন, উঠে এলো তাবলিঘি জামাত যোগ, বাড়ছে উদ্বেগ

তামিলনাডুতে করোনায় আক্রান্ত ৪১১ জন, উঠে এলো তাবলিঘি জামাত যোগ, বাড়ছে উদ্বেগ

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ নিয়ে আরও উদ্বেগের খবর প্রকাশ্যে এল। নিজামউদ্দিনের তাবলিঘি জামাত যোগে বাড়ছে সংক্রমণ। তামিলনাড়ুতে করোনা ভাইরাস আক্রান্ত ৪১১ জনের মধ্যে ৩৬৪ জনই অংশ নিয়েছিলেন নিজামউদ্দিনের সেই তাবলিঘি জামাতের জমায়েতে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই জমায়েতে যোগ দেওয়ার পরেই করোনা আক্রান্ত হয়ে তামিলনাডুর এক বাসিন্দার মৃত্যু হয়েছে। দেশে আরও ৯ জন মারা গিয়েছে এই জমায়েতে যোগ দেওয়ার পর।

তামিলনাডুতে করোনায় আক্রান্ত ৪১১ জন, উঠে এলো তাবলিঘি জামাত যোগ, বাড়ছে উদ্বেগ

তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর জানিয়েছেন মোট ৩,৬৮৪টি রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে ৪১১ জনের রক্তের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। ২৭৮৯ জনের রক্তের নমুনা করোনা নেগেভিট এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য নিজামউদ্দিনের তাবলিঘি জামাত যোগ প্রকাশ্যে আসার পরেই গোটা দেশে করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই তাবলিঘি জমায়েতে যোগ দেওয়ায় গত দুদিনে দেশে মোট ৬৪৭ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মার্কজের প্রধান সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রায় ২০০০ বিদেশি এই জমায়েতে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

English summary
Coronavirus infecter 368 out of 411 in Tamil nadu are connected with Tablighi Jamat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X